আসসালামু আলাইকুম,
আমার দুটি প্রশ্ন ছিলো
১. আমি দ্বীনে ফেরার পূর্বে হয়তো কথায় বা কাজে এমন কাজ করে থাকতে পারি যেগুলো ঈমান ভঙ্গের কারণের মধ্যে পড়তে পারে (তবে তা আমার অজানা)। কিন্তু আমি দ্বীনে ফেরার পর পূর্বের ভুলগুলো নিয়ে তওবা করলেও ফর্মালভাবে কালিমা পড়ে ঈমান নবায়ন করি নি, তাহলে কী আমি যেই আমলগুলো করেছি ওইগুলো বাতিল হিসেবে গণ্য হবে?
২. আগে আমার একটা গিটার ছিল, সেই গিটারটি আমি ভেঙে না ফেলে বিক্রি করে দিয়েছিলাম, পরবর্তীতে জানতে পারলাম যে এই টাকা নাজায়েজ। কিন্তু আমি ওই টাকা দিয়ে একটা কম্পিউটার এর মাউস কিনে ফেলেছি যেটা আমি এখনও ব্যবহার করি। আমার এখন কী করা উচিত? মাউসটি ফেলে দেওয়া উচিত নাকি কাফফারা এর সুযোগ আছে?
জাযাকাল্লাহ