আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
30 views
in সাওম (Fasting) by (11 points)
السلام عليكم ورحمة الله وبركاته
শাওয়ালের ৫টি সাওম রাখা শেষ। আজকেও সাওম রেখেছিলাম। আজকে সহ ৬টি হতো।কিন্তু সন্ধ্যা ৬:০৫এ হায়েয শুরু হয়। হায়েয শেষ হতে হতে শাওয়াল মাস চলে যাবে।

এখন এক্ষেত্রে কি এই সাওম দোহরাতে হবে?যদি দোহরাতে না হয় তাহলে শাওয়ালের ছয় রোজার ফজীলত অর্থাৎ সারা বছর রোজা রাখার সওয়াব থেকে বঞ্চিত হবো?

1 Answer

0 votes
by (643,950 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রোযা অবস্থায় দিনের বেলায় তথা ফজরের থেকে নিয়ে মাগরিবের পূর্বে যে কোনো মুহূর্তে হায়েয চলে আসলে, এদ্বারা রোযা ফাসিদ হয়ে যাবে। এবং পবিত্র হওয়ার পর ঐ রোযার কাযা করতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/93994

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নফল রোযা রাখার পর হায়েয চলে আসলে উক্ত নফল রোযা ফাসিদ হয়ে যাবে। এবং পরবর্তীতে উক্ত রোযাটির কাযা করা ওয়াজিব হবে। শাওয়ালের ৬ রোযা রাখা রাখা অবস্থায় শেষ রোযাতে হায়েয আসার দরুণ উক্ত রোযা ফাসিদ হয়ে যাবে। পরবর্তীতে -চায় শাওয়াল মাসে বা জিলক্বদ মাসে- উক্ত রোযাকে কাযা আদায় করে নিতে হবে। রমজান পরবর্তী শাওয়াল ৬ রোযা রাখলে   সারা বৎসর রোযা রাখার যেই ফযিলত হাদীসে বর্ণিত হয়েছে, প্রশ্নে বর্ণিত সূরতে এই সওয়াব কি পাওয়া যাবে? এমন উত্তর কোথাও পাইনি, তবে কিয়াসের দাবী হল,
আশা করা যায় সেই ফযিলত অর্জনে কোনো বিঘ্ননতা সৃষ্টি হবে না।কেননা ৫ টি রোযা তো শাওয়ালেই রাখা হয়েছে। এবং শাওয়ালে সমাপ্ত করার নিয়তও ছিলো। হ্যাঁ উত্তম হল, নিজ মাসিকের দিন সমূহের হিসাব নিকাশ করে এমন সময় রোযা শুরু করা যাতে শাওয়ালেই ৬ টি রোযা সমাপ্ত হয়।

لما في الفتاوی الهندية:
"ومن دخل في صوم التطوع ثم أفسده قضاه كذا في الهداية سواء حصل الفساد بصنعه أو بغير صنعه حتى إذا حاضت الصائمة المتطوعة يجب القضاء في أصح الروايتين كذا في النهاية."(الفتاویٰ الهندية :215/1 ط: دار الفكر بيروت)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 143 views
...