আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
50 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসালামুয়ালাইকুম...

আমার বিয়ে হয়েছে দুইবছর হলো। আমার যেখানে বিয়ে হয় সেটা আমার পিতা-মাতার পছন্দ ছিলো না, আমার পছন্দ ছিলো। তাদের পছন্দের পাত্র দেখায় আমাকে ছেলে আমেরিকায় থাকে এবং আমাকেও ওখানে নিয়ে যাবে দেখে আমি রাজি হয়নি। বর্তমানে আমার হাসবেন্ড এর সাথে আমি ওমানে আছি, আলহামদুলিল্লাহ, ইসলামিক কান্ট্রি হওয়ায় আমার পর্দা বা মাহরাম মানার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে নাহ। আমার হাসবেন্ডও আমার পর্দার বেপারে অনেক সাপোর্টিভ।
এখন সমস্যা হলো বিয়ের পর আমার হাসবেন্ড আর্থিক ভাবে আমার পিতা-মাতাকে প্রায় সাহায্য করেছে নিজের থেকে, তাও উনি আমার মা বাবার মন পায়নি।
উলটো যখনই সুযোগ হয় আমার মা বাবা তাকে তার পরিবার নিয়ে অনেক গালাগালি করে, ছোট করে কথা বলে। আমার মা বাবার আর্থিক অবস্থা ভালো না। ওরা ঠিক মত দিনের বাজার টাও করতে পারে নাহ। এমন অবস্থায় ও ওরা উনাকে প্রায় ছোট করে কথা বলে, যে আমাকে আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারতো, আমার হাসবেন্ড এর সেই তুলনায় কোনো যোগ্যতা নেই। এরমধ্যে একদিন আমার মা আমার বড় জাল কে আমার শাশুড়ী সম্পর্কে অনেক বাজে কথা বলে যার ফলে এখন ফ্যামিলি আলাদা হয়ে যায়। এই ঘটনায় আমার হাসবেন্ড ওদের আর্থিক ভাবে সাহায্য করা বন্ধ করে দেয়, এবং আমাকেও বলে আমি যদি নিজের হাত খরচের টাকা থেকে একটাকাও ওদের দেই তাহলে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো।
বর্তমানে আমার মা বাবার অনেক ঋণ হয়ে গেছে, বাজার করতে পারে না, পাশের বাসার আন্টি আগে গাছের সার হিসেবে উনার তরকারির খোসা গুলা দিতো, এখন আমার মা এগুলাই বেছে বেছে রান্না করে খায়। আমার অনেক খারাপ লাগে এগুলো শুনলে।

আমি লুকাই কয়েকবার টাকা পাঠাইছিলাম ওদের জন্য, কিন্তু আমার মার কাছে কোনো কথা গোপন থাকে না, যার কারণে আমার শাশুড়ী জেনে গেছে যে আমি টাকা পাঠাইছি। আমি জানি আমার শাশুড়ী মনে মনে কষ্ট পাইছে, কিন্তু উনি আমাকে কিছু বলে নাই...এইজন্য টাকা পাঠাইতেও ভয় লাগে।
এখন আমার মা বাবার জন্য আমি কি করতে পারি। কোনোভাবেই তাদের মিলাতে পারছি নাহ আমার শশুরবাড়ির সাথে। আমার হাসবেন্ড বলে দিসে তোমার আব্বা আম্মা যদি নিজের ভুল স্বীকার করে তবেই উনি আবার সাহায্য করবে। কিন্তু গত সাত-আট মাস ধরে বুঝিয়েও কোনো লাভ হচ্ছে না। তাদের বুঝাতে গেলেই উল্টো আমাকে বলে আমাকে আমেরিকা বিয়ে দিলে ওদের কোনো অভাব থাকতো না, আমার জন্য সব হইছে।
এখন আমি কি করবো...আমি চাইছি আমার মা বাবাকে সাহায্য করতে। আমার হাসবেন্ড কে না জানিয়ে অন্য কারো নাম দিয়ে কি আর্থিক সাহায্য করতে পারবো..?

1 Answer

0 votes
by (643,950 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দ্বিতীয়ত স্বামীর সারাসরি বা মৌন সম্মতি ব্যতিত তার সম্পদ থেকে স্ত্রী কোনো কিছু দান সদকাহ করতে পারবে না।
হযরত আবু উমামা বাহেলী রাঃ থেকে বর্ণিত,তিনি বলেন,
عَنْ أَبِي أُمَامَةَ البَاهِلِيِّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خُطْبَتِهِ عَامَ حَجَّةِ الوَدَاعِ يَقُولُ: «لَا تُنْفِقُ امْرَأَةٌ شَيْئًامِنْ بَيْتِ زَوْجِهَا إِلَّا بِإِذْنِ زَوْجِهَا»، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَلَا الطَّعَامُ، قَالَ: «ذَاكَ أَفْضَلُ أَمْوَالِنَا
তরজমাঃ- আমি বিদায় হজ্বের ভাষণে আল্লাহর রাসুল সাঃ কে বলতে শনেছি তিনি বলেনঃ-কোনো মহিলা তার স্বামীর অনুমিত ব্যতীত স্বামীর মাল থেকে খরছ করতে পারবে না।নবী কারীম সাঃ কে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসুল সাঃ খাদ্যও কি(কাউকে দিতে) পারবে না? তদুত্তরে নবী কারীম সাঃ বললেনঃ এটাতো আমাদের উত্তম মাল( অর্থাৎঅনুত্তম মাল না পারলে উত্তম মাল কিভাবে খরচ করতে পারবে?)(তিরমিযি শরীফ-৬৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1111

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি স্বামীর মাল থেকে স্বামীর অনুমতি ব্যতিত কোনো কিছুই আপনার বাবা মাকে দিতে পারবেন না। হ্যা, আপনি আপনার নিজস্ব মাল থেকে বা স্বামী যদি আপনাকে কোনো কিছুর মালিক বানিয়ে দেয়, সেই মাল থেকে পিতামাতাকে দিতে পারবেন। নিজের নামে বা অন্যর নামে দিতে পারবেন। আপনি আপনার কোনো আত্মীয়র মাধ্যমে খরচাপাতি করিয়ে আপনার নাম গোপন রেখে দিতে পারেন। সর্বোত্তম হল, আপনি আপনার মা বাবাকে শশুড়বাড়ীর লোকজনের সাথে মিল করিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন। পাশাপাশি দু'আও করবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...