আসালামুয়ালাইকুম...
আমার বিয়ে হয়েছে দুইবছর হলো। আমার যেখানে বিয়ে হয় সেটা আমার পিতা-মাতার পছন্দ ছিলো না, আমার পছন্দ ছিলো। তাদের পছন্দের পাত্র দেখায় আমাকে ছেলে আমেরিকায় থাকে এবং আমাকেও ওখানে নিয়ে যাবে দেখে আমি রাজি হয়নি। বর্তমানে আমার হাসবেন্ড এর সাথে আমি ওমানে আছি, আলহামদুলিল্লাহ, ইসলামিক কান্ট্রি হওয়ায় আমার পর্দা বা মাহরাম মানার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে নাহ। আমার হাসবেন্ডও আমার পর্দার বেপারে অনেক সাপোর্টিভ।
এখন সমস্যা হলো বিয়ের পর আমার হাসবেন্ড আর্থিক ভাবে আমার পিতা-মাতাকে প্রায় সাহায্য করেছে নিজের থেকে, তাও উনি আমার মা বাবার মন পায়নি।
উলটো যখনই সুযোগ হয় আমার মা বাবা তাকে তার পরিবার নিয়ে অনেক গালাগালি করে, ছোট করে কথা বলে। আমার মা বাবার আর্থিক অবস্থা ভালো না। ওরা ঠিক মত দিনের বাজার টাও করতে পারে নাহ। এমন অবস্থায় ও ওরা উনাকে প্রায় ছোট করে কথা বলে, যে আমাকে আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারতো, আমার হাসবেন্ড এর সেই তুলনায় কোনো যোগ্যতা নেই। এরমধ্যে একদিন আমার মা আমার বড় জাল কে আমার শাশুড়ী সম্পর্কে অনেক বাজে কথা বলে যার ফলে এখন ফ্যামিলি আলাদা হয়ে যায়। এই ঘটনায় আমার হাসবেন্ড ওদের আর্থিক ভাবে সাহায্য করা বন্ধ করে দেয়, এবং আমাকেও বলে আমি যদি নিজের হাত খরচের টাকা থেকে একটাকাও ওদের দেই তাহলে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো।
বর্তমানে আমার মা বাবার অনেক ঋণ হয়ে গেছে, বাজার করতে পারে না, পাশের বাসার আন্টি আগে গাছের সার হিসেবে উনার তরকারির খোসা গুলা দিতো, এখন আমার মা এগুলাই বেছে বেছে রান্না করে খায়। আমার অনেক খারাপ লাগে এগুলো শুনলে।
আমি লুকাই কয়েকবার টাকা পাঠাইছিলাম ওদের জন্য, কিন্তু আমার মার কাছে কোনো কথা গোপন থাকে না, যার কারণে আমার শাশুড়ী জেনে গেছে যে আমি টাকা পাঠাইছি। আমি জানি আমার শাশুড়ী মনে মনে কষ্ট পাইছে, কিন্তু উনি আমাকে কিছু বলে নাই...এইজন্য টাকা পাঠাইতেও ভয় লাগে।
এখন আমার মা বাবার জন্য আমি কি করতে পারি। কোনোভাবেই তাদের মিলাতে পারছি নাহ আমার শশুরবাড়ির সাথে। আমার হাসবেন্ড বলে দিসে তোমার আব্বা আম্মা যদি নিজের ভুল স্বীকার করে তবেই উনি আবার সাহায্য করবে। কিন্তু গত সাত-আট মাস ধরে বুঝিয়েও কোনো লাভ হচ্ছে না। তাদের বুঝাতে গেলেই উল্টো আমাকে বলে আমাকে আমেরিকা বিয়ে দিলে ওদের কোনো অভাব থাকতো না, আমার জন্য সব হইছে।
এখন আমি কি করবো...আমি চাইছি আমার মা বাবাকে সাহায্য করতে। আমার হাসবেন্ড কে না জানিয়ে অন্য কারো নাম দিয়ে কি আর্থিক সাহায্য করতে পারবো..?