আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
43 views
in সাওম (Fasting) by (14 points)
edited by
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ উস্তাদ
১/শাওনের ছয় রোজা অথবা রমজানের ভাঙতি কাজা রোজা কি শুক্রবার বা শনিবার আলাদাভাবে বা উভয় দিন একত্রে করা যাবে? যেহেতু সময় বেশি নেই|

২/ এই রমাদানে আগের রমাদান আমি এতেকাফে বসে ছিলাম কিন্তু হায়েজের কারণে ইতিকাফ ভঙ্গ হয় । এই রমাদানে সেটা কাজা আদায় করার ইচ্ছে ছিল। কিন্তু আম্মা অসুস্থ হওয়ায় এবং পরিবারের কাজ ও বয়স্কদের দেখাশোনা করার জন্য আমার পক্ষে ইতিকাফে বসা সম্ভব হয়নি। আমার মনে হচ্ছে ভবিষ্যতে হয়তো সহসা সম্ভব নাও হতে পারে। কারণ, বাসায় কাজকর্ম এবং বয়স্কদের দেখাশোনা আমাকে আপাতত করতে হবে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে করণীয় কি? এই ইতিকাফ পালন না করার দরুন কি আমি গুনাহগার হবো?

জাযাকুমুল্লাহু খাইরান

1 Answer

0 votes
by (643,950 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফরয ইবাদতের বেলায় একসাথে একাধিক নিয়ত গ্রহণযোগ্য নয়। তবে নফল ইবাদতের বেলায় একাসাথে একাধিক নিয়ত করা যাবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3778

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) শাওয়ালের ছয় রোজা অথবা রমজানের ভাঙতি কাযা রোজা শুক্রবার এবং শনিবারে রাখা যাবে। 

(২) 
আল্লামা কা'সানি রাহ বলেন,
وَلَوْ حَاضَتْ الْمَرْأَةُ فِي حَالِ الِاعْتِكَافِ فَسَدَ اعْتِكَافِهَا
যদি এ'তেকাফ অবস্থায় মহিলার হায়েয চলে আসে তাহলে তার এ'তেকাফ ফাসিদ হয়ে যাবে।(বাদায়ে সানায়ে-২/১১৬)

পরবর্তীতে একদিন একরাত রোযাসহ ইতিকাফ করে নেওয়া ওয়াজিব। 


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি কোনো একদিন সূর্যাস্তের পূর্বে ইতিকাফে বসে পরের দিন সূর্যাস্তের পর ইতিকাফ থেকে বের হয়ে যাবেন। এভাবে আপনার কাযা হযে যাওয়া ইতিকাফ আদায় হয়ে যাবে।

کما في الفقه الاسلامي وادلته: الحيض والنفاس:فاذا حاضت المرأة أو نفست بطل اعتكافها اھ(8/821)-
وفي الشامية تحت: (قوله أما النفل)أي الشامل للسنة المؤكدة ح.قلت:قدمنا ما يفید اشتراط الصوم فیها بناء على أنها مقدرة بالعشر الاخير ومفاد التقدير أيضا اللزوم بالشروع تأمل(الى قوله)وظاهر الرواية خلافه وعلى كل فیظهر من بحث ابن الهمام لزوم الاعتكاف المسنون بالشروع وان لزوم قضاء جميعه أو باقيه مخرج على قول ابی يوسف أما على قول غيره فیقضى اليوم الذي أفسده لاستقلال كل يوم بنفسه الخ (224/2) 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 292 views
0 votes
1 answer 198 views
...