আসসালামু আলাইকুম।
১। আমাদের বাচ্চা কাল্পনিক কিছু খেলা খেলে, যেমন বইয়ে কোনো ফলের ছবি দেখলে ওটা নিয়ে আমাদেরকে খাওয়ায় এবং সেটার স্বাদ বলে, টক অথবা মিষ্টি এরকম বলে। কোন মাছের ছবি দেখলে ওটা কাল্পনিকভাবে ও রান্না করে আমাদেরকে খাওয়ায়, মুখে তুলে দেয়। একটা ফ্যানের ছবি একে, কাল্পনিকভাবে ওটার সুইচে চাপ দিয়ে আমাদেরকে বাতাস দেয়। ওর বয়স ২ বছর ৩মাস
যদি এরকম খেলা মিথ্যার অন্তর্ভূক্ত হয় তাহলে আমরা ওর এই খেলাটাকে কিভাবে সত্যের মধ্যে ডাইভার্ট করে দিতে পারি?
এরকম খেলার বিষয়ে ইসলামিক শরীয়তে হুকুম কি? যদি আমাদেরকে একটু জানাতেন আমরা উপকৃত হতাম
২। আর আমাদের বাচ্চার একটা ঘোড়া আছে ঘোড়াটার আমরা মাথা কেটে দিয়েছি কিন্তু ঘোড়াটা দুইটা পাখা আছে এখনো এরকম খেলনা দিয়ে কি ওর খেলাধুলা করা যাবে?