আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
32 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
আসসালামু আলাইকুম,
কেনায়া তালাক কাকে বলে??কোন কোন শব্দ কেনায়া শব্দের অন্তর্ভুক্ত???
হুজুর দয়া করে স্পষ্ট করে উল্লেখ করবেন কেনায়া শব্দ কোন গুলো।

মজা করে তালাক বললেও তালাক হয়ে যায়??

হুজুর আমি আমার স্বামীকে কেনায়া তালাজ এর মাসালা জানাবো তাই ক্লিয়ার করে লেখা চাচ্ছি যেন দেখাতে পারি

1 Answer

0 votes
by (643,950 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কেনায়া তালাকের কিছু শব্দ যথা,

১.যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা।
২.আজ থেকে আমার বাড়ি খালি করে দিবি।
৩.যা, তুই এখান থেকে চলে যা।
৪.আজ থেকে তুই আমার থেকে পর্দা করবি।
৫.যা,আজ থেকে তুই একা আর আমিও একা। আজ থেকে তুই আজাদ/মুক্ত ।
৬.আজ থেকে তোর দাইত্ব তোর, আমারটা আমার। আজ থেকে আমার সমস্ত দায়িত্ব থেকে তোকে মুক্ত করে দিলাম।
৭.যা,আজ থেকে তুই তোর তালাকের মাসিক (ঋতু )গনা শুরু কর।
৮.যা ,আজ থেকে বাপের বাড়ি থাকবি।
৯.যা ,অন্য কোনো স্বামী দেখ।

তাছাড়া আরো কিছু শব্দ হল,
তুই আমার উপর হারাম,
আজ থেকে আমি তর স্বামী নই,
তুমি আমার স্ত্রী নয়,
তোমার নিজের বিষয়গুলো নিজে দেখো।
তোমাকে মুক্ত করে দিলাম।
তুমি ইদ্দত পালন করো।

এজাতীয় যেসব কথায় বিচ্ছিন্নতার প্রতি ইঙ্গিত করে, এই শব্দগুলো স্ত্রীকে উদ্দেশ্য করে ত্বলাক্বের নিয়ত বললে তালাক হয়ে যায়। আর সরাসরি "তালাক" শব্দ নিয়ত ছাড়াও বললেই তালাক হয়ে যায়।
এ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন আহকামে যিন্দেগী।

(এর মধ্যে এমন কিছু শব্দ আছে যার দ্বারা এক তালাকে রজয়ী হয়, আবার কখনো বায়েন তালাক হয়, যাই হোক এমন কোনো শব্দ মুখে চলে আসলে আমরা আলেমদের নিকট মাস‘আল জেনে নিবো।)
(শামী ৪/৫১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1049


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...