আসসালামু আলাইকুম,
স্বামীর পরিবার এর (খালার) বলার প্রেক্ষিতে (মেয়ে দের তালাক পাঠাতে) এবং দীর্ঘদিন খবর না রাখার কারনে কোন স্ত্রী যদি কাজী অফিস এ যেয়ে তালাক এর জন্য প্রযোজ্য ফর্ম এ টিপসই অ স্বাক্ষর দেয় (যদিও তাকে বলা হয়নি যে এটা তে উল্লেখ আছে "নিজ নফসের উপর তালাকে তওফিয গ্রহন করলাম" - সে তখন পরেও দেখেনি, নিজ মুখে ও বলেনি) - ঐ কাগজ ছেলেকে পাঠানো হয়েছে কাজী অফিস থেকে, ছেলের বাসা থেকে ফিরিয়ে দিয়েছে- আর ছেলেও খালাদের বলে বিয়ে ত আমি ওকেই করেছি, আবার কেন বিয়ে করব-
কিন্তু অনেক মাস এরপর ও যোগাযোগ করেনি ছেলে মেয়ের সাথে- অনেক পরে করেছে, মেয়েও আর ঐ ফর্ম পরে দেখেনি- অনেক মাস পরে পরে দেখে ্তাতে নফসের উপর তালাকের কথা উল্লেখ আছে, যেখানে সে টিপসই এবং দস্তখত করেছে, এবং কাবিন নামায় তাকে তালাক দেয়ার অধিকার দেয়া ছিল।
তাদের খুব সুন্দর সংসার এ হটাত করেই ভুল বুঝাবুঝি হয়- বদনজর, যাদু, জিন জনিত লক্ষন অ প্রকাশ পায়- আর ছেলে যোগাযোগ বন্ধ করে দেয়- অনেক কথা কাটাকাটি হয়- ছেলের খালারা আবার বিয়ে দিতে চায় ছেলেকে আর মেয়ের কাছে তালাক এর কাগজ পাঠাতে বলে, মেয়ে তখন অনেক অসুস্থ- তাই সে কাজী অফিস এ যেয়ে বলে যে ছেলের পরিবার তাকে তালাক পাথাতে বলছে - তখন তাকে অই ফর্মটি দিয়ে টিপসই অ দস্তখৎ করতে বলে- ছেলে র বাসায় অই কাগজ কাজী অফিস থেকে নিয়ে যাওয়ার পর তারা তা রাখবেনা বলে ফিরিয়ে দেয়- যদিও যোগাযোগ করেনি।
এই রোজায় মেয়ে দুয়া তে আল্লাহ র কাছে বলে আল্লাহ আপনি যদি চান আমরা সংসার করি- স্বামী যেন নিজে যোগাযোগ করে - এবং রোজার পর ছেলে মেয়েকে ইমেইল দিয়ে তার বাসায় আস্তে বলে।
এখন কি তালাক হয়ে গিয়েছে, আর কি সংসার করার কোন সুযোগ আছে?