আসসালামু আলাইকুম,
বেসরকারি ব্যাংকে পিয়ন পোস্টে, যেখানে কাজ চা পানি এগিয়ে দেয়া, কাগজ পত্র গুছানো, এই কাজ গুলোর জন্য ব্যাংকে চাকরি করা জায়েজ আছে?
আমার বাবা পরিবারে আমাদের প্রতি কোনো খেয়াল নেই, কোনো প্রকার খরচ তো দিচ্ছেই না, উলটো আমাদের থেকে টাকা নিয়ে যায়, টাকা না দিলে গালাগাল আর মারধর শুরু করে, এমতাবস্থায় আমাদের কি করা উচিত?