আসসালামুআলাইকুম,
এখন একধরণের হোয়াটসঅ্যাপ স্ক্যাম চালু হয়েছে, যেখানে ওরা গুগল ম্যাপে বিভিন্ন রিভিউ দিতে বলে, আর এর পর টাকা দেয়। এভাবে কয়েকবার রিভিউ দেয়ার পর টাকা দিতেই থাকে। ওদের ভরসা করার পর, ওরা টাকা চায়, বলে দশ হাজার দিলে তিন দিনে ত্রিশ হাজার করে ফেরত দিবে। এভাবে টাকার পরিমাণ বাড়াতে বাড়াতে মানুষের টাকা নিয়ে এরা পালিয়ে যায়।
টাকা দিয়ে টাকা নেয়ার ব্যাপারটা হারাম, এটা আমি জানি। তবে আমি যদি ওরা যখন রিভিউয়ের টাকাটা দেয় সেটা গ্রহণ করি, এটা কি আমার জন্য হালাল হবে?
আমি এভাবে ভাবছি, এই টাকা আমি না নিলে ওরা এটা অন্য কাউকে নিঃস্ব করতে ব্যয় করবে। আমি সাধারণত টাকাগুলো নিয়ে স্বদকার নিয়তে কাউকে দিয়ে দিই। তবে জানতে চাইছি, কাজটা কি বৈধ হচ্ছে? আর আমি যদি টাকাটা নিজের প্রয়োজনে ব্যয় করি সেটি বৈধ হবে?