আসসালামু আলাইকুম, তালাকের নিয়ত ছিল কি ছিল না এটা কিভাবে বুঝা যাবে? কথা গুলো রাগের মাথায় হয়েছিল আর অন্যের কাছে চলে যাও বলার সময় চলে যাও ই অন্তরে ছিল,ওভাবে 'তালাক' শব্দটি অন্তরে ছিল না
স্ত্রী বলেছিল, "আপনার কি আছে? আমাকে তালাক দেন আমি চলে যাই। " স্বামী বলেছিল," যাও চলে যাও, যার কাছে আছে তার কাছে যাও। আমার কিছুই নাই, শরীরটাও যেখানে আমার না।"
এর আগেও স্ত্রী বার বার থাকব না,চলে যাব এমন বলার প্রেক্ষিতে স্বামী চিন্তা ভাবনা করে পরে বলেছিল তুমি যদি চলে যেতে চাও তবে চলে যাও ।এটারও হুকুম দয়া করে জানাবেন।