১।আগের ২ং প্রশ্নের উত্তর নিয়ে জিজ্ঞেসা বলছিলেন যে :
আপনি আপনার বাবার থেকে টাকা নিয়ে লোন পরিশোধ করতে পারবেন।
কিন্তু লোন পরিশোধ না করে নিজ প্রয়োজনে সেই টাকা খরচ করা যাবেনা।
হ্যাঁ যদি আপনি নিজের টাকায় লোন পরিশোধ করেন,সেক্ষেত্রে সমপরিমাণ টাকা আপনার বাবা হতে অগোচরে নিয়ে নিজ প্রয়োজনে সেই টাকা খরচ করতে পারবেন।
★কিন্তু আমার বাবা একটু বাটপার কিছিমের দার নিলে দিতে চায় না দোকানে বাকি নিলেও দিতে চায় না । আর লোনের সময় প্রায় ২ বছর হয়ে গেছে দেয় নি আমার বাপের আমি যতটুকু চিনি না দেওয়ার সম্ভাবনা বেশী মনে হয় না দিবে।এখন তো আমি বেকার ভবিষ্যতে ইনকাম করলে আমি দেওয়ার ইচ্ছে আছে বা মার টাকা দিয়ে অথবা কারও কাছ থেকে নিয়ে পরিশোধ করার চেষ্টা করবো।এখন বাবার থেকে না বলে বললে না দেওয়ার সম্ভাবনা বেশী লোনের পরিমান টাকা নিয়ে খরচ করি তাহলে বান্দার হক নষ্ট বা বাবার অবাধ্য হব কিনা । আর যদি না পারা যায় সে তো আমার হক নষ্ট করলো তাহলে আমার হক উসুল করা যাবে না?