আসসালামু আলাইকুম,
গতকালকে এ বিষয়ে প্রশ্ন করেছি কিন্তু এই প্রশ্নটি করতে ভুলে গিয়েছি।।তাই নিচে প্রশ্নটি করছি:
আমার স্বামী আমায় বিয়ের পর তালাকে শর্তযুক্ত অধিকার দিয়েছে "আমি আমার কোনোদিন তোমার গায়ে হাত তুললে তুমি আমাকে ছাইড়া যাইয়ো। আমি যদি কখনো তোমাকে জোড়জুলুম করি তাহলে তুমি তালাক গড়হন করতে পারো"
আমি তাকে জিজ্ঞেস করেছি যে " জোড়জুলুম দিয়ে তুমি কি বুঝিয়েছো"
আমার স্বামী বলেছেন যে " বুঝিয়েছি যদি তোমাকে প্রহার করি।খারাপ জিনিসে জোড় করি যা ইসলাম সমর্থন করে না।"
আমি তারপর জিজ্ঞেস করলাম যে " জোড় জুলুম দিয়ে তার মানে অত্যাচার করাকে বুঝিয়েছো?? শারিরীক বা মানসিক "
আমার স্বামী বলল " এতো কিছু না তুমি শুধু প্রহার করা বোঝো" (অর্থাৎ সে মারধর করাকে ইঙ্গিত করেছেন জোড় জুলুম দিয়ে করেছেন শর্ত দেয়ার সময় তা বুঝিয়েছেন হয়তো)
প্রশ্ন ১। আমার স্বামী প্রায়ই আমাকে সিনেমা দেখা নিয়ে জোড় করেন।।আমি আল্লাহর নামে বিয়ের আগে কসম কেটেছিলাম সিনেমা দেখব না গান শুনব না।।। কিন্তু আমার স্বামী আমাকে সিনেমা দেখতে জোড় করে।।আমি আমার স্বামীকেও বলেছি যে আমি আল্লাহর নামে কসম কেটেছি সিনেমা দেখব না।। তখন সে বলে "এমন কসম কেন করো যা রাখতে পারবা না"। এই সিনেমা দেখতে জোড় করলে আমি মানসিক ভাবে খুব বিরক্ত হই।।।খুবই বিরক্ত।।।কারন আমি কসম কেটেছি।। এতে আমার স্বামীর দেয়া তালাকের শর্ত প্রতিফলিত হয়েছে?? সে যে আমাকে সিনেমা দেখতে জোড় করে এবং আমি মানসিক ভাবে খুবই বিরক্ত হই তাতে তালাকের অধিকারের শর্ত প্রতিফলিত হয়েছে?? ( কারন এটা ইসলামে অপছন্দনীয় কাজ খারাপ কাজ)
আমি তাকে বারবার বলি সিনেমা দেখব না বারবার নিষেধ করি কিন্তু সে জোড় করে দেখার জন্য।।। (কিন্তু আমার স্বামী অত্যাচার করার মতো জোড় করে না যেমন: মারধোর করা বা এমন ভাবে জোড় করা যে মানসিক ভাবে আমি বিপর্যস্ত হয়ে গিয়েছি এমন)
প্রশ্ন ২। আমি যখন তাকে বলেছি তুমি সিনেমা দেখায় জোড় করো সবসময় এটা তো খারাপ কাজ ইসলাম সমর্থন করেনা।। তুমি তো শর্তে জোড়জুলুম দিয়ে তাই বুঝিয়েছো যে খারাপ কোনো কাজে যদি জোড়জুলুম করো যা ইসলাম সমর্থন করেনা তাইলে তালাক গ্রহন করতে পারি আমি।।।
তখন আমার স্বামী বলল " কিন্তু আমি কি তোমার গায়ে হাত তুলি?? তোমাকে মারধোর করি সিনেমা দেখার জন্য?? তাহলে শর্ত প্রতিফলিত হয় কিভাবে??"
সে তো আমাকে সিনেমা দেখার জন্য জোড় করে এতে কি শর্ত প্রতিফলিত হয়েছে?? (যদিও সে তো আমাকে অত্যাচার করার মতো জোড় করে না যেমন : মারধোর করা বা এমন জোড় করা যে আমি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে যাই)