আমার স্ত্রী তালাকসংক্রান্ত বিভিন্ন বিষয়ে চিন্তিত ছিল। তাই আমি একজন হুজুরের সঙ্গে কথা বলি। হুজুরের সঙ্গে কথা বলার পরে তাকে বোঝানোর জন্য বলি,
"যদি আমি তোমাকে তালাক দিই, সেক্ষেত্রে গ্রহণের প্রয়োজন হবে না। আমি তোমাকে তালাক দিলাম-সেক্ষেত্রে তুমি হ্যাঁ বা না বলো, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি তালাকবাচক শব্দ বলে তোমাকে সিদ্ধান্ত নিতে বললে, তোমার গ্রহণ বা বর্জনের ব্যাপার আছে।"
এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী শুধু "যদি আমি তোমাকে তালাক দিই"-এই লাইনটা শোনার পরই উত্তেজিত হয়ে পাগলের মতো আচরণ শুরু করে। আমার স্ত্রীর দাবি করতেসে যে আমি বলেছি, " এরকম করতেসো কেনো। আমি বলসি নাকি যে আমি তোমাকে তালাক দিয়ে দিসি।
কিন্তু সম্পূর্ণ কথোপকথন আমি উদাহরণ স্বরুপ বলসি।
আমার স্ত্রীকে তালাক দেয়ার কোনো ইচ্ছা/নিয়ত আমার ছিলোনা।
এজন্য কি কোনো সমস্যা হবে?
লাইনগুলো আপনাকে এভাবে লিখার কারণে কি সমস্যা হবে?