আসসালামু আলাইকুম ।আমি পরিবারের বড় মেয়ে এবং বর্তমানে মাস্টার্স করছি।আমি বিবাহিত এবং আমার হাসবেন্ডও পড়াশোনা করছে।আমার বাবা ৩ দিন বছর ধরে ঋণে ভীষণ ভাবে জর্জরিত দেয়ালে পিঠ ঠেকে গেছে।তার কোন ছেলে সন্তান নেই এবং কোনো দিক থেকেই কোনো সাহায্য পাচ্ছে না। এখন মেয়ে হিসেবে আমার দায়িত্ব ও করনীয় কী?আমি কী বাইরে চাকরি করে তাকে সাহায্য করতে পারবো স্বামীর অনুমতি নিয়ে।