আসসালামু আলাইকুম
আমার স্বামী এভাবে উচ্চারণ করেছে এতে তালাক হবে?? নিচে উচ্চারণ এর ব্যাখা দিচ্ছি--
আমার স্বামীর মুখ বন্ধ ছিলো ঠোট বন্ধ কিন্তু সে মুখের ভিতরে জিহ্বা নাড়িয়ে তালাক দিয়েছে আমায়।।মানে তালাক শব্দ বলেছে।।।আর বলার সময় তার মুখ এদিক ওদিক নড়ছিলো ঠিকই কিন্তু কোনো আওয়াজ বের হয়নি আর ঠোঁট খোলেনি।।। এতে কি তালাক হবে?? মুখের মধ্যে স্পষ্ট জিহবা নাড়িয়ে বলেছে। কিন্তু আওয়াজ হয়নি ঠোঁট ও খোলেনি