আসসালামু আলাইকুম
১. কাপড়ে নাপাকি থাকলে উলঙ্গ হওয়া ছাড়া গোসল করার নিয়ম জানতে চাচ্ছিলাম। নাপাকি কাপড় গায়ে পরেই গোসল করব? বা কিভাবে কি করব, অন্য কাপড় পরে গোসল করলে তো আমার শরীর থেকে অই কাপড়েও নাপাকি লেগে যাবে।
২. একইভাবে প্রশ্রাব যদি কাপড়ে লাগে এবং সেই কাপড়েই গোসল করে নিলে কি কাপড় এবং শরীর দুটোই পবিত্র হয়ে যাবে? বা কিভাবে কি করতে হবে, পদ্ধতিট জানতে চাচ্ছিলাম।