আসসালামু আলাইকুম,
আমাদের প্রতিষ্ঠানে একজন বাস সাপ্লাইয়ার দৈনিক ভিত্তিতে গাড়ি প্রদান করে। উনি নানানরকম অনিয়ম করে থাকেন। উনাকে প্রতি গাড়িবাবদ দৈনিক ৫৫০০ টাকা দেয়া হয়ে থাকে। আমি এই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি চাচ্ছি দৈনিক ৫০০০-৫২০০ টাকায় প্রতিষ্ঠানে গাড়ি প্রদান করবো। এতে প্রতিষ্ঠানের ও টাকা সাশ্রয় হবে আমার ও কিছু আয় হবে।
এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের ব্যবসা করা কী আমার জন্য হালাল হবে?