আসসালামু আলাইকুম।
আমি একজন মেয়ে।আমি পর্দা করি এবং মাহরাম ননমাহরাম মেন্টেইন করার চেষ্টা করি।এখন আমি একটা প্রাইমারি স্কুলের ইন্টারভিউ দিয়েছিলাম। সেটা হাই স্কুলের সাথে সংযুক্ত একটা স্কুল।সেখানে ফ্রিমিকসিং পরিবেশ রয়েছে।আমি যদি সেখানে জবটা করি তাহলে ইনকাম কি হালাল হবে?
আমার ভাই নেই।বাবার বয়স হয়েছে।তিনিও চাকরি করেন। ১০০০০ টাকা বেতন পাঠান। যা দিয়ে আল্লাহর রহমতে দিন পার করছে আমার পরিবার।আমি আমার বাবাকে সাফোর্ট করতে চাচ্ছিলাম।দয়া করে উত্তরটা জানান।
জাজাকাল্লাহু খইরান।