আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ, উস্তাদ।
উস্তাদ, এক বোন কিছু বিষয় জানতে চেয়েছিলেন, দয়া করে উত্তর দিলে মুনাসিব হয় ইনশাআল্লাহ
১) কোন এক বোনকে তার মা গত বছর কুরবানির ঈদের আগে ১ভরি দিয়ে একটি মালা বানিয়ে দিয়েছেন, বোনটির কাছে জমানো ১৬ হাজার + ১/২ হাজার টাকা আছে। উনাকে যাকাত দিতে হবে? কত টাকা যাকাত দিতে হবে? উনি রোজায় যাকাত দেন নি এটা ভেবে যে এক বছর হয় নি,এজন্য কি গাফেলতি হয়েছে?
২) বোনটি স্টুডেন্ট হাতে টাকা নেই কিভাবে যাকাত দিতে হবে?
৩) অনেক সময় পাবলিকবাসের সিটে হায়েজের দাগ লেগে থাকতে পারে, শুকিয়ে গিয়েছে অনেক আগের এজন্য। ঐ সিটে বসলে সে বুরখা পড়ে নামাজ হবে?
৪) বিয়ের ক্ষেত্রে মসজিদে বিয়ে পড়িয়ে বাড়িতে প্রবেশ করা যাবে না বাহির থেকে কনেকে নিয়ে যেতে হবে এমন কোন রীতি আছে? পরিপূর্ণ সুন্নাহ ভিত্তিক বিয়ের দিনের কাজগুলো কোনটার পর কোনটা হওয়া উচিত একটু বলা হলে মুনাসিব হয় ইনশাআল্লাহ।