স্বপ্নের ব্যাখ্যা:
আমি বিভিন্ন সময়ে কিছু স্বপ্ন দেখেছি।
১. বিদায় হজ্বে মহানবী স. ভাষণ দিচ্ছেন, আমি দুরুদ ভুলে গেছি, কালিমা ত্বয়্যিবা পড়ছি।
২. দজ্জাল বাড়িতে চলে এসেছে, আমি ঘরের পেছনে লুকিয়ে আছি কিন্তু সুরা কাহাফের ১ম ১০ আয়াত মুখস্ত থাকা সত্বেও পড়তে পাচ্ছি না।
৩. আমি মারা গেছি, আমার কবরের উপর বড় বড় ফুল ফুটে আছে, আমি খুব একাকী অনুভব করছি, মাকে খুঁজছি, মা দূরে কাজ করছেন।
৪. ধর্মযুদ্ধ চলছে, সাদা বরফের পাহাড় পেরিয়ে বিজয়ীদের সাথে সবুজে ঘেরা একটি জায়গায় আশ্রয় নিয়েছি।
৫. মহানবী স. আমাকে বলছেন এসবই কি আমার সুন্নাহ?
এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কী হতে পারে?