আমি কানাডার একটি কম্পানি তে ওয়েব ডেভেলপার হিসেবে চাকরি করছি বাংলাদেশ থেকে।এখানে আমি একমাত্র মুসলিম। কম্পানি থেকে আমাকে ডিজাইন পাঠায় সেটা আমার কোডিং করে ওয়েব সাইটে রূপান্তর করতে হয়।আমি সুদ, মদ হারাম জিনিসের ওয়েবসাইট বানাই না, তাদের সাথে কথা বলেই চাকরিতে ঢুকছি। হালাল সাইটের ডিজাইন এ অনেক সময় পুরুষ, প্রাণী, নারীদের ছবি ভিডিও থাকে যেগুলা ডিজাইনার রা করে। আমাকে ফাংশনালিটি তৈরি করতে হয়, ছবি ভিডিও থাকলে শুধু কোড করে ছবি/ভিডিও বসাতে হয়।
১। কোন ওয়েবসাইট এর ডিজাইন এ যদি মেয়েদের ছবি/ভিডিও থাকে , আমি যদি মেয়েদের ছবি/ভিডিও এড না করে ডেমো ছবি ভিডিও এড করে দেই, আর কোম্পানির অন্য কোন কর্মচারী বা বস সেই ছবি/ ভিডিও চেঞ্জ করে মেয়েদের ছবি ভিডিও এড করে তাহলে কি আমার ইনকাম হালাল হবে?
২। আমি কি পুরুষদের, ছোট বাচ্চা, প্রাণীর ছবি ভিডিও ওয়েবসাইট এ এড করে দিতে পারবো,আমার ইনকাম কি হালাল হবে? আমি কয়েক জায়গায় দেকেছি আপনারা বলেছেন হালাল মত আছে।
৩। আমার হালাল হারাম সম্পর্কে সঠিক জ্ঞাণ আসার আগে ৩-৪ বছর কিছু ওয়েবসাইটে নারীদের ছবি/ ভিডিও এড করে দিয়েছি, আমার কি আগের শব ইনকাম হারাম হয়ে গেছে?
৪। আমার হালাল হারাম সম্পর্কে সঠিক জ্ঞাণ আসার আগে আমার ইনকাম এর মাঝে ছবি/ ভিডিও এড করার জন্যে যে পারিশ্রমিক পেয়েছি সেটা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিলে আল্লাহ কি ক্ষমা করবেন? আর আমি তহ সঠিক হিশাব জানিনা ঠিক কত টাকা হবে এটা তাহলে সেক্ষেত্রে কি করনীয়।
৫। আমি আগে দান করেছি যেটা সওয়াবের নিয়তে আমার ইনকাম থেকে, এখন বুঝ হওয়ার পর আমার হারাম ইনকাম মুক্ত করার জন্যে আগের দান কি এখন সওয়াবের নিয়ৎ ছাড়া দান হিসেবে ধরতে পারব?