আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।শায়েখ একটা প্রশ্ন ছিলো।আরো কয়েকমাস আগে আমি একটা বিড়াল এডপ্ট নিয়েছিলাম এক আপুর থেকে। মূলত ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য বিড়াল টাকে নিয়েছিলাম। বিড়াল টা আনার আগে ওই আপু বলেছিলো যে ওর খাদ্যাভ্যাস নিয়ে কোনো টেনশন করতে হবে না। কিন্তু ওরে নিয়ে আসার পর এর বিপরীত টা হয়েছে,, বিড়াল টা ঠিকমতো খেতে চাইতো না+সারাক্ষন শুয়ে বসে থাকতো। এজন্য ওই আপুকে যোগাযোগ করেছিলাম যাতে ওনারা বিড়াল টা আবার ফেরত নিয়ে নেয়। কিন্তু ওনারা আমার মেসেজই সীন করেনি। এজন্য আমি পরবর্তীতে বিড়াল টাকে বাধ্য হয়ে রেখে দিয়েছি।এর দুই মাস পর বিড়াল ৫ টা বাচ্চাও হইছে। কিন্তু ওর খাদ্যাভ্যাস এর কারণে বাচ্চা গুলোও ঠিকমতো বড় হচ্ছেনা।এগুলো ছাড়াও আরো কিছু সমস্যার কারনে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে দূরে কোথাও ফেলে রেখে আসবো এবং ওর যে বাচ্চাগুলো আছে সেগুলো প্রতিবেশীরা অনেকেই নিয়ে যাবে। কিন্তু ওরে কেউ নিতে চাচ্ছেনা।এমতাবস্থায় যদি ওরে বাইরে ফেলে রেখে আসি এবং ওর যদি কোনো ক্ষতি হয় এটার জন্য কি আমি গুনাহগার হবো?