আসসালামু আলাইকুম উস্তায। উস্তাদ আমি যতদুর জানি একজন মানুষ সমকামী হলে সে মুরতাদ হয়ে যায়। আমার জানা টা কি ঠিক আছে? যদি ঠিক হয়, উক্ত ব্যাক্তি যদি কুরবানির ভাগে শরিক হয়, সেক্ষেত্রে বাকি সব শরিকের কুরবানি কি বাতিল হয়ে যাবে?
প্রশ্নে কোন বেয়াদবি হলে ক্ষমা করবেন উস্তাদ। মা'আসসালাম।