আসসালামু আলাইকুম
1.কোনো বিবাহিত মেয়ে যদি দু:খ করে বলে/লিখে "আমার কেউ নাই।"এখানে সে তালাক নেয়নি।নিয়ত ও করে নি।সংসার ভাংগতে ও চাইনি।
এটার জন্য কি সমস্যা হতে পারে?
2.আমি কোনো কথা শান্তিতে বলতে পারি না।
আমি জানি না আমার মাথায় কি হচ্ছে।গতকালকে হাসবেন্ড কে বলসি,আমি তালাক নেই নাই।আমি তোমাকে সব না বলসি না?।তখন হাসবেন্ড বলসে,"হ্যাঁ বলসো"তখন আমি জিজ্ঞেস করসি তাকে যে,হ্যাঁ বলসি??? আমি তো হ্যাঁ বলি নাই।আমি বলসি যে আমি তালাক নেই নাই।নিবো ও না।কোনোদিন নেই নাই।
এটা বলার জন্য ভয় লাগতেসে
২.এরপর আমি নিজেকে উপরোক্ত ঘটনা বুঝানোর জন্য ক আর খ ব্যক্তি কে কল্পনা করসি,
ক বলসে,"আমি সব না বলসি না??"
তখন খ উত্তর দিসে,"হ্যাঁ, তুমি সব না বলসো।"
এসবের পর আমি আল্লাহ কে বলসি,আল্লাহ আমি তালাক নেই নাই।নিবো ও না।
এই কথা টার জন্য ও ভয় লাগতেসে।
৩.আজকে শাশুড়ী আম্মুকে চা দিতে যাওয়ার সময় টেবলের এক সাইডে রাখতেসিলাম চা টা,তখন বলসি উনাকে যে,"এখানে চা দিচ্ছি।"এরপর ই আমার মাথায় উল্টাপাল্টা চিন্তা চলে আসছে।সাথে সাথে আমি আল্লাহ কে বলসি আল্লাহ আমি বলসি যে চা দিচ্ছি,তালাক দেয়ার কথা বলি নাই।আমি নিজেকে তালাক দেই নাই।দিবো ও না।
এখন এটার জন্য ও টেনশন হচ্ছে
৪.আমি পড়তেসিলাম।তখন একজন আমাকে একটা প্রশ্ন করসে।
তখন ওর আন্সারে ইয়েস লিখতে গিয়ে আমার মাথায় উল্টাপাল্টা চিন্তা আসছে।তখন আমি বলসি," ইয়েস আমি তালাক গ্রহন করিও নাই। করবোনা। এই ইয়েস টা আমি যে গ্রহণ করি নাই এই বাক্যটার উপর জোর দিতে গিয়ে বলা হইসে।প্রশ্নকারীর উত্তর হিসেবে না।যেমন অনেকে বলে,হ্যাঁ, আমি অমুক কাজটি করি নি।এরকম টাইপ।।আমি গ্রহন করিনি।করবো ও না।
এই ইয়েস বলার জন্য কি সমস্যা হবে? আমি যে আপনাকে উদাহরণ দিতে গিয়ে এসব বলসি এটার জন্য ও কি সমস্যা হবে?
6.আমার শ্বাশুড়ি আমাকে ছোলাবুট ঠিক আছে কিনা জিজ্ঞেস করছে।আমি ছোলাবুটের কথা মাথায় রেখে উনাকে বলসি,হ্যাঁ ঠিক আছে।
এরপর ই আমার মাথায় উল্টাপাল্টা চিন্তা চলে আসছে। আমি বলসি আমি তালাক নেই নাই।
দয়া করে বলেন আমার উপরের কোনো কথার জন্য কি সমস্যা হবে?আমি আল্লাহর কসম করে বলতেসি,আমি কোনোদিন তালাক নেই নাই।নিজেকে তালাক দেই নাই।নিয়ত ও করি নাই।ওই নিয়তে কিছু বলি ও নাই।