হুজুর আমার হাসব্যান্ড আমাকে বলেছিল মা বাবা রসাথে উলটা পালটা করলে নগত ডিবোর্স এটা নিয়ে ভাবতে ভাবতে এই কথা আমার মনে হয় এ কথা কিভাবে বলেছিল মা বাবার সাতেহ উলটা পালটা করলে তখন নগত ডিভোর্স এইভাবে বলছে নাকি এভাবে বলছে মা বাবার সাথে উল্টা পালটা করলে জগত ডিভোরর্স এভাবে বলছে সন্দেহ হচ্ছে তবে ধারনা মা বাবার সাথে উলটা পালটা করলে নগত ডিভোর্স এইটাই বলছে ধারনা কুনটা ধরব কিভাবে বলছে আমাকে দয়া করে সাহায্য করবেন।সামিকে জিগাস করছি তার কিছু মনে নাই কারন ৪বছর আগ্ব্র ঘটনা