আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দয়া করে নিম্নের প্রশ্নের উত্তর দিলে মনে অনেক শান্তি পেতাম ইনশাআল্লাহ। বুঝিয়ে বললে সুবিধা হতো। বোন হিসেবে আপনারা উত্তরে যদি বলে দিতেন মনে শান্তি আসতো ইনশাআল্লাহ।
সমস্যা হবে কিনা নিম্নোক্ত বিষয়ে? আর করণীয় কি।প্লিস দয়া করুন।দয়া করুন প্লিস।মাথা মনে হয় ফেটে যাবে হুজুর দুশ্চিন্তায়।দয়া করে বুঝিয়ে উত্তর দিন।আপনাদের হাত জোড় করে,পা ধরে অনুরোধ করতেসি হুজুর।অনেক দুশ্চিন্তায় আছি।উত্তর না পেলে নিজের জীবন ত্যাগ করতে মন চাবে।
১.*মোবাইলে এক টা ওয়েবসাইট এ লিখসে "রিকুয়েষ্ট দিন এখানে" মানে একটা জায়গায় ক্লিক করতে বলসে।তখন আমার মনের ভিতর আসছে ক্লিক করিস না।ক্লিক করলে অমুক( মনে কি সংক্রান্ত কথা আসছে,শর্তযুক্ত টাইপ কথা। দয়া করে বুঝে নেন)।আমি তাও অই অপশনে জোর করে ক্লিক করসি ।আর ক্লিক করার পর কিছুক্ষণ পর মনে মনে বলসি,আমি তালাক নেই নাই।নিবোও না।
ক্লিক করার কারনে শর্ত যুক্ত এর মধ্যে পড়বে? যেহেতু মাথায় আসছিলো ক্লিক করলে অমুক।তখন জোর করে সাথে সাথে ক্লিক করসি। এর কিছুক্ষণ পর বলসি তালাক নেই নাই।
মনে মনে কথাটা মাথায় আসছে যখন, জিহবা নড়সে কিনা বলতে পারি না।তবে কোনো শব্দ শুনি নাই।
এসবের জন্য তো কোনো সমস্যা হবে না.তাই না?
এসব বন্ধ করার উপায় কি।
২.সেইম ভাবে অন্য একটা কাজ করার সময় মাথায় আসছে যদি এটা তে জয়েন করি তাহলে অমুক(মানে শর্ত যুক্ত টাইপ)।নিজে নিজে আসতেসে এসব।এরপর আমি তাও জয়েন দিসি অইটা তে।এরপর আমি জোরে জোরে বলসি আমি তালাক নেই নাই, আমি নিজেকে তালাক দেই নাই।
****আমি যে আপনাদের লিখতেসি এসব এটা তে ও কি সমস্যা হবে??***
৩...আমার হাসবেন্ড একটা লিখা দেখায় বলসে যে যে সব ঠিক আছে কিনা দেখো।।তো আমি দেখে বলসি সব ঠিক আছে।তখন ই আমার মাথায় উল্টাপাল্টা চিন্তা চলে আসছে। আমি বলসি আবার সব লিখা ঠিক আছে।।এরপর বলসি তালাক নেই নাই।
হুজুর আমি কোনোদিন তালাক নেই নাই।নেয়ার নিয়ত ও করি নাই।এসব নিজে থেকে আসে।
৪.আমি হাসবেন্ড কে একটা প্রশ্ন জিজ্ঞেস করসি।তখন মাথায় চলে আসছে, হাসবেন্ড যদি উত্তর দেয় তাহলে অমুক( মানে তালাক সংক্রান্ত কথা)
(আমি তালাক নেই নাই।নিজেকে তালাক দেই নাই)
এরপর হাসবেন্ড তো এসব জানে না।তো উত্তর দিসে।সমস্যা হবে?আমি এসব লিখার জন্য সমস্যা হবে?এরপর আবার আরেকটা কথা বলসে। তখন ও মাথায় আসতে চাচ্ছিলো ওসব কথা।তখন ও কথা বললে অমুক হবে না মনে মনে বলসি।কিন্তু কথা টা মনে মনে পুরো বলার আগেই সে কথা বলে ফেলসে।আমার তালাক নেয়ার কোনো নিয়ত ছিলো না কোনোদিন। এখন ও নাই।
এরপর থেকে যা ই বলে না কেন কেউ।বা আমি যা ই বলি না কেন.তালাক হবে না। অমুক এই কথা বলসে তাতে ও তালাক হবে না।।আমি তালাক হবে না, হবে না বলতেসি সারাক্ষন।
আমার মাথায় কন্টিনিউয়াস্লি আসতেসে উলটা পালটা অই রিলেটেড কথা কিন্তু আমি বার বার জোরে বলসি হাসবেন্ড এই কথা বললে তালাক করিনি, করবোনা।তালাক হবে না।অমুক কাজ হলে তালাক হবে না।এভাবে নিজেকে সামলাচ্ছি।
এসবের জন্য কি সমস্যা হবে?
৫.*স্বামী মজা করে হাত ধরে ছিলো।তখন আমার হাতের কাজ বাকি ছিলো।আমি তখন বলসি যে হাত ছাড়ো।তখন উনি হাত ছেড়ে দিয়ে বলসেন যে "ছোড় দিয়া"।
আমি তখন আস্ক করসি এটা কোন নিয়তে বলসো তুমি।তখন উনি বলসেন," ছাড়লাম তাই"।এখানে নাকি উনি হাত ছাড়ার কথা বলসে।
উনার হাত ছাড়ার ই নিয়ত ছিলো।তালাকের কোনো নিয়ত ছিলো না।আমার ও তালাকের নিয়ত ছিলোনা। এখনো নাই।তালাকের কোনো কথা ও হয় নি তখন।
১.এটার জন্য কি প্লব্লেম হবে? আমি জানি যে উক্ত শব্দ ছারীহ শব্দ।এটা তে নিয়ত লাগে না।অনেক ভয়ে আছি হুজুর।
আর আমি যে উক্ত ঘটনা বর্ননা করার সময় স্বামীর বরাত দিয়ে উক্ত শব্দ টি যে লেখসি।।লিখার সময় ও আমার সম্পর্ক ভাংগার ইচ্ছা ছিলোনা।এখনো নাই।।২.এটার জন্য ও কি প্রব্লেম হতে পারে?
৬.কোনো বিবাহিত মেয়ে যদি দু:খ করে বলে/লিখে "আমার কেউ নাই।"এখানে সে তালাক নেয়নি।নিয়ত ও করে নি।সংসার ভাংগতে ও চাইনি।
এটার জন্য তার ইমান আর বিয়েতে কি সমস্যা হতে পারে?
৭..*স্বামী "আগুনের দিন শেষ হবে এক দিন" এই গান টা গাচ্ছিলো এবং বলতেসিলো এই গানের সাথে তার মিল আছে।মানে হচ্ছে সে জীবনে তার চাওয়া গুলো একদিন পূরন হবে।এরপর ওয়াশরুমে গান গাইতে গাইতে যেতে যেতে আমাকে বলে, তাব তাক( ততক্ষন / ততদিন পর্যন্ত) বিদায়।"
উক্ত কথাটা কি কেনায়া শব্দ এর মধ্যে পড়বে?
এখানে তো তার তালাক দেয়ার কোনো নিয়ত ই ছিলো না।শুধু গানের তালে তালে সে বলেছে।
৮..*হাসবেন্ড আপনাদের লিখেছিলো,"তালাক হবে কি না জানতে চাওয়া" তার কথাটা এভাবে লিখার জন্য কি বিয়েতে সমস্যা হতে পারে??
এসব প্রশ্ন এর উত্তর বুঝিয়ে বলার অনুরোধ থাক্লো।
জাযাকুমুল্লাহ খায়রান।
এসব প্রশ্ন এর উত্তর বুঝিয়ে বলার অনুরোধ থাক্লো।
জাযাকুমুল্লাহ খায়রান।