আসসালামুআলাইকুম,
কোন ব্যক্তির ব্যবসায়িক পণ্যের যাকাত যদি ৪ লক্ষ টাকা আসে,কিন্ত সে যদি কৃপনতা করে 2 লক্ষ টাকা যাকাত দেয়,তাহলে ব্যবসায়িক যে সমস্ত পণ্যের যাকাত আদায় করা হয়নি ,সেই সমস্ত পণ্য গুলো কি হারাম হয়ে যাবে?সেই পণ্য গুলো বিক্রির টাকাও কি হারাম হয়ে যাবে?
দয়া করে জানাবেন