আসসালামু আলাইকুম। আমার বয়স ৩০ বছর। এক সন্তানের মা। আলহামদুলিল্লাহ, দিনের প্র্যাকটিস করার চেষ্টা করি।
১.আমি প্রায়ই স্বপ্নে দেখি, আমার মাহরাম পুরুষদের সাথে বিভিন্নভাবে শারীরিকভাবে মিলিত হচ্ছি বা বিভিন্নভাবে উত্তেজিত হচ্ছি তাদের সাথে। খুব কষ্ট পাই, তখন। কিন্তু, বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। প্রায়ই দেখি, যৌন মিলনের চেষ্টা করছে, পুরোপুরি করে নাই। স্বপ্নের মধ্যে খারাপ লাগতে থাকে। বিষয়টা আমার অনিচ্ছায় এটা স্বপ্নেই বুঝা যায়।,, এরকম স্বপ্ন দেখে, ঘুম থেকে জাগার পর অনেক বেশি মন খারাপ থাকে।
আবার স্বপ্নে দেখি, অপরিচিত কারো সঙ্গে আমার বিয়ে হচ্ছে।বাসায় কোনো অনুষ্ঠান হচ্ছে এটাও দেখি
এই স্বপ্ন গুলো আমি প্রায়ই দেখি। এই ধরনের স্বপ্ন দেখার ব্যাখ্যা কি? দয়া করে জানাবেন
যখন কোন বিষয়ের ইস্তেখারা উদ্দেশ্যে দোয়া পড়ে ঘুমাই, কোনদিনও কিছু স্বপ্নে দেখিনা।
২. অজু ছাড়া, দুয়ার জন্য, স্বামীর ভালোর জন্য (নিজেদের মিল মহব্বত বাড়ানোর জন্য) আয়াতুল কুরসি /কোরআনের যেকোন আয়াত পড়া যাবে কি?
৩.স্বামীর সাথে আমার বোঝাপড়া কখনোই ছিল না। অন্য সব দিক মেইনটেন করতে পারলেও এই দিকটা কিছুতেই ঠিক হচ্ছে না। শুধু শুধু রাগ করে, ভুল ধরে, এভাবেই চলছে জীবন। আমি কখনোই, তার মন জয় করতে পারেনি।কোন কথাই আমাকে সম্মান করে না,প্রতিটা কথাই খোঁচা দিয়ে বলতে থাকে । এতে খুব কষ্ট পাই। নিজেদের মধ্যে দূরত্ব চলে আসে অজান্তেই।সারাদিন তাকে দেখলেই শুধু চোখ থেকে পানি ঝরে । দুই এক দিন পর পরই নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হচ্ছে। কিভাবে, কোন কোন আমল করে, নিজের আখলাক ঠিক করা যায়? স্বামীর ভালোবাসা, মিল মহব্বত অর্জন করা যায়?
৪. কিছু ভালো লাগে না, শুধু ডিপ্রেশন কাজ করে। কোন কিছুতে আগ্রহ পাইনা। কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। চুপচাপ থাকতে ভালো লাগে।ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কোরানিক কোনো আমল আছে কি? জানালে উপকৃত হব।
সবশেষে অনেক বেশি দোয়ার দরখাস্ত আমার জন্য।