ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) বিছানার চাদরে বীর্য শুকিয়ে গেলে সেই চাদরে ঘুমানো যাবে।
(২) নাপাক বা গোসল ফরজ অবস্থায় দোয়া জিকির করা যাবে। যেমন, খাওয়ার বা বাথরুমে যাওয়ার মাসনুন দোয়া।
(৪) দাড়ি রাখাও ওয়াজিব। এক মুষ্ঠি হওয়ার আগে দাড়ি ছাটলেও গোনাহ হবে।
(৫)
চুল কাটা সম্পর্কে ইসলামী বিধান হচ্ছে,চতুর্দিকে সমান করে কাটা,যতটুকু সামনের দিকে কাটা হবে ততটুকু পিছন ও মাথার মধ্যখান এবং উভয় সাইট থেকেও কাটতে হবে,উভয় সাইট ও পিছনের দিকে চুল ফেলে দিয়ে সামন বা মধ্যখানে চুল রেখে দেয়া কখনো জায়েয হবে না বরং তা হারাম হবে। আফসোস!আজকে আমাদের যুবসমাজ এ বিজাতীয় বিকৃতিমূলক সংস্কৃতিককে অত্যান্ত আন্তরিকতা সাথে গ্রহণ করছে।অথচ হাদীসে সুস্পষ্টভাবে বর্ণিত আছে,যে যে ব্যক্তি যে জাতীর অনুকরণ করবে সে তাদের-ই অন্তর্ভুক্ত হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/3411
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
চুলের ২ পাশে ট্রিমার দিয়ে হালকা ছোট করে এবং সামনে ও উপরে তুলনামূলক একটু বড় করে রাখার রুখসত থাকবে। তবে দূর থেকে দৃশ্যমান এমন পর্যায়ের ছোট ও বড় করা জায়েয হবে না।