ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তুমি সম্বোধন করা যাবে। কেননা এদ্বারা অসম্মান বুঝা যায় না।
(২) রমজান মাসে বা শুক্রুবারে মৃত্যু বরণ করলে কবরের আযাব মাফ হবে। চিরস্থায়ী মাফ হবে না শুধুমাত্র রমজান মাস বা শুক্রুবারের জন্য মাফ হবে? এ নিয়ে মতপার্থক্য রয়েছে? বিশুদ্ধমতানুযায়ী চিরস্থায়ী মাফ হবে। রমজান মাসে বা শুক্রুবারে কোনো অমুসলিম কেউ মারা গেলে শুধুমাত্র রমজান মাস বা শুক্রুবারে কবরের আযাবকে হটিয়ে দেয়া হয়, আবার পরবর্তীতে তাদের সামনে আযাব চলে আসে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/9367
ফরয ছালাতের পর ‘আয়াতুল কুরসী’ পড়া অত্যন্ত ফযীলতপূর্ণ। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয ছালাতের পর আয়াতুল কুরসী পড়বে, তাকে মৃত্যু ব্যতীত কোন কিছু জান্নাতে প্রবেশ করতে বাধা দিতে পারবে না।(নাসাঈ, আল-কুবরা হা/৯৯২৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করলে সে সরাসরি জান্নাতে যাবে। কবরের চাপ বা মৃত্যুর যন্ত্রনা তাকে ভোগ করতে হবে না।