আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
19 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
edited by
আস্সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ উস্তাজ।
এক বোনের প্রশ্ন:

১/ আলহামদুলিল্লাহ বিনা সুদে আল্লাহ্ র সন্তুষ্টি র জন্য মানুষ কে কর্য দিয়ে থাকি। আল্লাহ্ র রহমতে এর জন্য আমার নিজস্ব কর্মে হাসানা ফান্ডের মত আছে। কিন্তু মানুষ বেশির ভাগ সময় ফেরত দেয় না বা গড়িমসি করে। এ ক্ষেত্রে চাপ দিলে বা ঋন না দিলে কি আল্লাহ্ অসন্তুষ্ট হবেন?

২/ একজন মহিলা কে এমন ঋন দেবার পর আজ বাচ্চা অসুস্থ, কাল নিজে অসুস্থ, কখনো বৃষ্টি এগুলো বলে তিনি মাস ধরে ঘুরাচ্ছে। ৪৫০০০ টাকা ঋন নিয়েছেন। প্রতি মাসে ৯০০০ ফেরত দেবার কথা। আমি তাকে বলি নাই আমার টাকা । বলেছি ম্যানেজ করে দিব। এখন যদি তাকে বলি- "আপনার ও আপনার বাচ্চাকে আল্লাহ্ শিফা দান করুন।  অলরেডি দুই টা মাস বাদ গেসে ইন্সটলমেন্ট, তৃতীয়টা আর কিছু দিন পর। দয়া করে আমাকে টাকা ফেরত দেবার নির্দিষ্ট দিন বলুন। "

এটা বল্লে কি আল্লাহ্ নারাজ হবেন? কিভাবে বলা উচিত হবে?

জাঝাকুমুল্লাহু খাইরন

1 Answer

0 votes
by (683,700 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি ভালো এবং উত্তম কাজ করছেন। 
مَّن ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً ۚ وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
এমন কে আছে যে, আল্লাহকে করজ দেবে, উত্তম করজ; অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ-বহুগুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহই সংকোচিত করেন এবং তিনিই প্রশস্ততা দান করেন এবং তাঁরই নিকট তোমরা সবাই ফিরে যাবে। (সূরা বাকারা-২৪৫)

করযে হাসানাহ হওয়ার জন্য শর্ত হল, ঋণ পরিশোধের দিন তারিখ ঠিক না করে মানুষকে তার সুযোগ সুবিধামত পরিশোধের সুযোগ দেয়া। পরিশোধের দিন তারিখ ঠিক করে দিলে সেটা কুরআনে বর্ণিত করযে হাসানাহ হবে না। 

কারো কাছে ঋণ পাওনা থাকলে, ঋণ গ্রহিতা ব্যক্তি যদি সময় সুযোগ চায়, এবং ঋণ দাতা ব্যক্তি যদি সময় সুযোগ দেয়, তাহলে ঋনদাতা প্রত্যেক দিনের পরিবর্তে সাদাকাহ এর সওয়াব প্রাপ্ত হবে।

مسند أحمد بن حنبل (5/ 360):
"عن سليمان بن بريدة عن أبيه قال: سمعت رسول الله صلى الله عليه و سلم يقول: من أنظر معسرًا فله بكل يوم مثله صدقة، قال: ثم سمعته يقول: من أنظر معسرًا فله بكل يوم مثليه صدقة، قلت: سمعتك يا رسول الله تقول: من أنظر معسرًا فله بكل يوم مثله صدقة، ثم سمعتك تقول: من أنظر معسرًا فله بكل يوم مثليه صدقة؟ قال: له بكل يوم صدقة قبل أن يحل الدين، فإذا حل الدين فأنظره فله بكل يوم مثليه صدقة"

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার যেহেতু করযে হাসানাহ দেওয়ার নিয়ত রয়েছে, তাই আপনি দিনতারিখ ঠিক না করে করযে হাসানাহ দিবেন এবং এই পরিমাণ দিবেন যে, না দিলেও সদকাহ করে দিতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...