ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি ভালো এবং উত্তম কাজ করছেন।
مَّن ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً ۚ وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
এমন কে আছে যে, আল্লাহকে করজ দেবে, উত্তম করজ; অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ-বহুগুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহই সংকোচিত করেন এবং তিনিই প্রশস্ততা দান করেন এবং তাঁরই নিকট তোমরা সবাই ফিরে যাবে। (সূরা বাকারা-২৪৫)
করযে হাসানাহ হওয়ার জন্য শর্ত হল, ঋণ পরিশোধের দিন তারিখ ঠিক না করে মানুষকে তার সুযোগ সুবিধামত পরিশোধের সুযোগ দেয়া। পরিশোধের দিন তারিখ ঠিক করে দিলে সেটা কুরআনে বর্ণিত করযে হাসানাহ হবে না।
কারো কাছে ঋণ পাওনা থাকলে, ঋণ গ্রহিতা ব্যক্তি যদি সময় সুযোগ চায়, এবং ঋণ দাতা ব্যক্তি যদি সময় সুযোগ দেয়, তাহলে ঋনদাতা প্রত্যেক দিনের পরিবর্তে সাদাকাহ এর সওয়াব প্রাপ্ত হবে।
مسند أحمد بن حنبل (5/ 360):
"عن سليمان بن بريدة عن أبيه قال: سمعت رسول الله صلى الله عليه و سلم يقول: من أنظر معسرًا فله بكل يوم مثله صدقة، قال: ثم سمعته يقول: من أنظر معسرًا فله بكل يوم مثليه صدقة، قلت: سمعتك يا رسول الله تقول: من أنظر معسرًا فله بكل يوم مثله صدقة، ثم سمعتك تقول: من أنظر معسرًا فله بكل يوم مثليه صدقة؟ قال: له بكل يوم صدقة قبل أن يحل الدين، فإذا حل الدين فأنظره فله بكل يوم مثليه صدقة"
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার যেহেতু করযে হাসানাহ দেওয়ার নিয়ত রয়েছে, তাই আপনি দিনতারিখ ঠিক না করে করযে হাসানাহ দিবেন এবং এই পরিমাণ দিবেন যে, না দিলেও সদকাহ করে দিতে পারবেন।