ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হানাফি মাযহাবে একাধিক মতামত থাকলে যে মতের উপর ফাতাওয়া সেটার উপর আমল করবেন। কোন মতের উপর ফাতাওয়া তা জানতে দারুল ইফতায় যোগাযোগ করবেন।
(১)
ফরয নামাযের প্রথম দু রা'কাতে এবং নফল ও সুন্নত নামাযের প্রত্যেক রা'কাতে একবার ফাতেহা সম্পূর্ণ তিলাওয়াত করা ওয়াজিব। এবং সূরায়ে ফাতেহা তিলাওয়াতের সাথে সাথে একটি সূরা মিলানো অর্থাৎ ছোট তিন আয়াত বা বড় এক আয়াত পরিমাণ তিলাওয়াত করা ওয়াজিব। সুতরাং সূরা মিলানোর পূর্বে সূরায়ে ফাতেহাকে দুইবার তিলাওয়াত করা বা সূরায়ে ফাতেহার কোনো এক আয়াতকে দুইবার তিলাওয়াত করা হলে ওয়াজিব তরক হবে।যেজন্য সাহু সিজদা দিতে হবে।তবে যদি সূরায়ে ফাতেহা তিলাওয়াত করার পর সূরা মিলানোর পরবর্তীতে আবার সূরায়ে ফাতেহাকে পড়া হয়, তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/91794
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শুধুমাত্র প্রথম দুই রাকাতে সূরায়ে ফাতেহার কোনো শব্দকে বারবার রিপিট করলে সাহু সিজদা ওয়াজিব হবে। একবার রিপিট করলেই সাহু সিজদা ওয়াজিব হবে। তাছাড়া সাহু সিজদা ওয়াজিব হবে না।
(২) প্রথম বৈঠকে তাশাহুদের তিনবার সুবহানাল্লাহ বলা পরিমাণ রিপিট করলেই সাহু সিজদা ওয়াজিব হবে।
(৩) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1797
(৪)নামাজে এমন কোনো ভুল যার বিষয়ে সাহু সিজদা ওয়াজিব হয় কি না জানা না থাকলে বা বিভিন্ন মত থাকলে দুইদিকে সালাম ফিরানোর পর সাহু সিজদা দিলে হবে।