আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১)আমার বিয়ের জন্য একটা প্রস্তাব এসেছে, পাত্র ব্যারিষ্টার (সুপ্রিম কোর্ট)।উনি বায়োডাটাতে বলেছেন উনি দ্বীন মেনে চলেন
আমার প্রশ্ন হচ্ছে উনার ইনকাম হালাল কিনা কিভাবে বুঝবো (বায়োডাটা তে এটা নিয়ে কিছু বলা নেই),উনার বাবাও এডভোকেট সুপ্রিম কোর্টের। আমার এই Law বিষয়ক চাকরি একটু কেমন কেমনই লাগে তবে তাও জানতে চাচ্ছি এখানে কিভাবে আমার আগানো উচিত হবে? ইস্তেখারাও করবো ইন শা আল্লাহ
২) উনার আমার বয়সের তফাৎ ১০ বছর, এটা কি কোনো ইস্যু?