আসসালামু আলাইকুম আমি মেয়ে। আমি আবেগের বর্শবর্তী হয়ে মা বাবাকে বলেছিলাম তারা মানে নাই বলে তাদের না জানিয়ে ১৭ বছর বয়সে এক ছেলেকে বিয়ে করি কাজী অফিসে।সেখানে ছেলের বন্ধু ছিলো ৩-৪ জন ছেলে মেয়ে।আমার কোনে অভিভাবক ছিলো না।৩-৪ মাস পর অভিভাবক ছাড়া বিয়ে হয় না এবং কোনো একটি কারণে তাকে আমি তালাক দিয়ে দেই।তখন আমি জানতাম না যে স্আবামী তালাক না দিলে যে তালাক হয় না।আমি আমার বাসায় থাকতাম আর সে তার বাসায়। তার সাথে বিয়ের পর আমার ৪-৫ বার শারিরীক সম্পর্ক হয়েছিলো।কয় তালাক দিয়েছিলাম জানা নেই। মনে হচ্ছে ২ তালাক নাকি ৩ তালাক মনে পড়ছে না।পরে আরো ভালোভাবে আমি জানতে পারি অভিভাবক ছাড়া বিবাহ বাতিল,সেটা নাকি যেনা হয়।আমি তাড়াতাড়ি তওবা করি যিনার গুনাহ হয়েছে বলে ভয়তে খাস ভাবে তওবা করি।সেখানে আর কখনো যোগাযোগ করি নাই।বয়স কম হওয়াতে আমি এত কিছু জানতাম ও না।বিয়ে তালাক মাসআলা সম্পর্কে।তার ৩ বছর পর আমার পারিবারিক ভাবে আরেক জনের সাথে বিয়ে হয় এবং আমার ১টি সন্তান আছে।এখন এসে জানতে পারি বিয়ে নাকি হয়ে যায় এবং পুরুষ তালাক না দিলে মহিলা ২য় বিয়ে করতে পারে না।এমতাবস্থায় আমি কি করবো আমার অনেক কস্ট লাগছে,আমার কাছে সেই ছেলের কোনো নাম্বার এড্রেস কিছুই নেই সে এখন কই কি করে কিছুই জানি না এবং তাকে খোজা আমার পক্ষে এখন অসম্ভব এবং আমার পরিবার এবং আমার স্বামীকে কিবাবে বলবো তারা এখন এটা জানলে আমাকে হয়তো কি করবে জানি না অনেক কষ্ট পাবে আর স্বামী সন্তান,স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিবে।আমার ওপর এখন আকাশ ভেঙে পড়েছে।চারপাশ অন্ধকার হয়ে গেছে।এখন মৃত্যু ছাড়া কোনো পথ দেখছি দয়া করে বলবেন এখন আমার কি করা উচিত?আমি এখন কি করবো আমি কোনো পথ দেখছি না আমি আল্লাহকে ভয় করি।আমার এখন কি করা উচিত। আমি ত কিছুই জানতাম না এখন এসে আমি এসব জানতে পারি। দয়া করে আমার প্রশ্নের উওর দিবেন।
হুজুর আমি আজ বিকালে ঐ লোকের নাম্বারে কল দিই উনি আমাকে এক তালাক, ২ তালাক ৩তালাক ৪ তালাক বলেছেন এবং আবার আমি তোমাকে তালাক দিয়ে দিলাম এক তালাক ২ তালাজ ৩ তালাক ৪ তালাক বলেছেন। এখন করণীয় কি? উনি আমাকে বলতেছেন আমি আপনাকে তখনই তালাক দিয়ে দিছি যখন আপনি আমাকে তালাক দিছেন হয়তো আপনার মনে নাই। আর আমাদের মাঝে তখন সবই শেষ হয়ে গেছে। এখন কি করণীয়? এখন কি তখন ইদ্দত পালন হয়ে গেছে? নাকি আবার ইদ্দত পালন করতে হবে?আমার ২য় বিয়েটা কি সহিহ হয়েছে?