ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
" গোনাহ করা হারাম, এটা আল্লাহর বিধান।"
"যারা গোনাহ করে, তারাও আল্লাহর তরফ থেকেই শক্তি পায়, আল্লাহর হুকুমেই তারা গোনাহ করে। কেননা, তাদেরকে গোনাহ করার যোগ্যতা বা গোনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা , উভয়টিই আল্লাহর তরফ থেকে দেয়া হয়ে থাকে। কিন্তু বেচে নেয়ার দায়িত্ব বান্দার। বান্দার বেচে নেয়ার উপর ফলাফল নির্দিষ্ট হবে। অর্থাৎ আকিদার গুরুত্বপূর্ণ বিষয়, ইস্তেতাআত তথা কাজের যোগ্যতা আল্লাহই দান করেন। বান্দাকে নেক কাজের সামর্থ্য এবং বদ কাজের সামর্থ্য উভয়টিই আল্লাহ দান করেন। কেউ যদি গোনাহ করে, তাহলে একথা বলা যাবে যে, এই গোনাহ করার মত সুযোগ বা সামর্থ্য সবকিছুই আল্লাহর তরফ থেকে দেয়া হয়েছে। অর্থাৎ সে গোনাহ করার ইচ্ছাপোষণ করার পরই আল্লাহ তাকে গোনাহ করার সামর্থ্য দিয়েছেন। আল্লাহ সামর্থ্য না দিলে কেউ কিছুই করতে পারবে না। হ্যা, আল্লাহ গোনাহ না করার এবং হত্যা না করার নির্দেশ দিয়েছেন।
মোটকথা,
নেক কাজ করার হুকুম আল্লাহর তরফ হতে এসেছে, এবং বদ কাজ থেকে বেচে থাকার হুকুমও আল্লাহর তরফ থেকেই এসেছে। তবে নেক কাজ বলেন, আর বদ কাজ বলেন, সবকিছুই আল্লাহ প্রদত্ব যোগ্যতা ও সামর্থ্য দ্বারা হয়ে থাকে। আল্লাহ সামর্থ্য না দিলে কেউ কোনো কাজ করতে পারবে না। নেক কাজও পারবে না,এবং বদ কাজও পারবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/9580