আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
41 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
reopened by
السلام عليكم ورحمة الله وبركاته

একটি বিবাহের প্রস্তাব এসেছে। পাত্রকে কিছু প্রশ্ন পাঠানোর পর জানা গেলো তিনি নামায পড়লেও বা ইসলামিকভাবে চলার চেষ্টা করলেও কোনো মাযহাব অনুসরণ করেন না। এক্ষেত্রে এই প্রস্তাবে কি রাজি হওয়া যায়?

উল্লেখ্য, আমি হানাফি মাযহাব অনুসরণ করি।
by (1 point)
Please reply as soon as possible. 
by
–1
এমন পাত্রের প্রস্তাবে রাজি হলেও পরবর্তীতে আপনাকে সে তার পন্থায় পরিচালিত করতে পারে। মানে এখন সে যে পন্থা অনুসরণ করে৷ হয়তো সে আহলে হাদীস। এছাড়া এটি বিবেচনা করুন আপনি বিয়ের ক্ষেত্রে কেমন প্রস্তাব পাচ্ছেন। সুযোগ থাকলে নিজ মাযহাবের ভালো কাউকে বিয়ে করা উচিত। 

1 Answer

0 votes
by (685,860 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি থেকে বর্ণিত,
 عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَال َرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بني إسرائيل حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ، حَتَّى إِنْ كَانَ مِنْهُمْ مَنْ أَتَى أُمَّهُ عَلاَنِيَةً لَكَانَ فِي أُمَّتِي مَنْ يَصْنَعُ ذَلِكَ، وَإِنَّ بني إسرائيل تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ مِلَّةً، كُلُّهُمْ فِي النَّارِ إِلاَّ مِلَّةً وَاحِدَةً، قَالُوا:وَمَنْ هِيَ يَارَسُولَ اللهِ؟ قَالَ: مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي. 
রাসূলুল্লাহ সাঃ বলেন- বনি ইসরাঈলের উপর যে সব আযাব আর গযব এসেছিলো,হুবহু আমার উম্মতের মধ্যেও সে আযাব আসবে।এমনকি বনি ইসরাঈলের কেউ যদি তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত থাকে তাহলে আমার উম্মতের কিছু লোকও সে কাজে লিপ্ত থাকবে।বনি ইসরাঈল বাহাত্তর ফিরক্বায় বিভক্ত ছিলো।আর আমার উম্মত তেহাত্তর ফিরক্বায় বিভক্ত হবে।সবাই জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে তবে একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাস করলেন,ইয়া রাসূলুল্লাহ সাঃ! সেটি কোন দল? রাসূলুল্লাহ সাঃ বললেন, সেটি ঐ দল যারা আমার সুন্নত ও সাহাবায়ে কেরামদের বাছাইকৃত পথে নিজেদেরকে পরিচালিত করবে। (সুনানু তিরমিযি-২৬৪১) 

নাজাতপ্রাপ্ত দলের আকিদা বিশ্বাস সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1402
অন্য মাযহাবের কারো সাথে বিয়ে জায়েয কি না? সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1067

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো মাযহাব অনুসরণ করেন না এমন পাত্রের আকিদা বিশ্বাস যদি আহলে সুন্নাত ওযাল জামাতের আকিদার সাথে মিলে যায়, তাহলে যদিও তার সাথে বিয়ে জাযেয তবে বাস্তবিক জীবনে যেহেতু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তাই এমন পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াই উচিত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
তার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মিলে কী না তা বোঝার জন্য কী কী প্রশ্ন করা যায়?
দয়াকরে, কিছু প্রশ্ন যদি তৈরি করে দিতেন, এবং সেই প্রশ্নের উত্তরগুলো কী ধরণের হলে আমি বুঝতে পারবো যে তিনি সহীহ আকীদার মধ্যে আছে তাহলে উপকৃত হতাম। জাযাকাল্লাহ খাইরান 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...