আসসালামুয়ালাইকুম, আমি সব পরিক্ষায় যদি ও আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখি কিন্তু আমার কিছু ব্যস্ততা আরো অন্য জায়গাতে ক্লাস থাকায় আমার পরিক্ষার প্রস্তুতি একদম নাই। এখন আমি আল্লাহ কাছে বলছি আল্লাহ আমাকে এই কঠিন পরিক্ষা গুলো কারো থেকে সাহায্য নিয়ে লিখার সুযোগ করে দাও, আমি এগুলার পরে আর অন্য পরিক্ষায় লিখবো না। সমস্যা হচ্ছে যে আমার জ্বর থাকায় আমি অসুস্থ হয়ে গেছি এবং মানসিক ভাবে খুবই কঠিন পরিস্থিতি পার করছি আমি, এখন আমি কালকে যদি দেখে লিখি তখন আমি এটার জন্য কি করতে পারি? দেখে না লিখলে হয়তো আমার পাশ আসবে না মনে হয়। আমাকে সমাধান দিলে হয়