জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
মৌলিকভাবে অযু ভঙ্গের কারণ ৭টি। যথা-
১. পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। যেমন বায়ু, পেশাব পায়খানা, পোকা ইত্যাদি। (হেদায়া-১/৭)
আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত, নিশ্চয় রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّمَا الْوُضُوءُ مِمَّا خَرَجَ ، وَلَيْسَ مِمَّا دَخَلَ
শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে অযু ভেঙ্গে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না। (সুনানে কুবরা লিলবায়হাকী ৫৬৮)
বিস্তারিত জানুনঃ
۔
قال في الہدایۃ: المعاني الناقضۃ للوضوء کل ما خرج من السبیلین، لقولہ تعالیٰ: {اَوْ جَآئَ اَحَدٌ مِنْکُمْ مِنَ الْغَآئِطِ} [المائدۃ: ۶]
সারমর্মঃ
অযু ভঙ্গের কারন, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া।
আরো জানুনঃ
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনি যদি নিশ্চিত হোন যে এটি আপনার পায়খানার রাস্তা দিয়ে বের হয়েছে,সেক্ষেত্রে আপনার অযু ভেঙ্গে যাবে
এ অবস্থায় নামাজ আদায় করে থাকলে সেই নামাজ পুনরায় আদায় করতে হবে।
আর যদি আপনি নিশ্চিত না হোন,বরং আপনার সন্দেহ হয় যে এটি ঘামও হতে পারে,সেক্ষেত্রে আপনি চেক করবেন, তাতে নাপাকির চিহ্ন বা গন্ধ পেলে অযু ভেঙ্গে যাবে
এ অবস্থায় নামাজ আদায় করে থাকলে সেই নামাজ পুনরায় আদায় করতে হবে।
অন্যথায় অযু ভেঙ্গে যাবেনা, এ অবস্থায় নামাজ আদায় করে থাকলে সেই নামাজ পুনরায় আদায় করতে হবেনা।
(০২)
এক নং প্রশ্নের বিবরন মতে এটি যদি নাপাকি হয়,সেক্ষেত্রে নামাজ ছেড়ে দিতে হবে।
(০৩)
আপাতত ওই পলিথিনের ব্যাগকে আরেক পলিথিনের ব্যাগ এ পেঁচিয়ে ঐখানে রাখতে পারবেন।
(০৪)
যেমন ক্ষেতের মধ্যে পুতে রাখা যাবে,কবরস্থানে পুতে রাখা যাবে।
গাছের নিচে খুরে পুতে রাখা যাবে।