ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
নারীদের জন্য সকল প্রকার ধাতুর জেওরাত (গহনা, বালা ইত্যাদি) পরিধান করা
জায়েয। আর সোনা রূপা ছাড়া অন্যান্য ধাতুর আংটি যদি প্রলেপযুক্ত হয় যেমন ইমিটেশনের আংটি
তবে তা ব্যবহার করা বৈধ। আর প্রলেপবিহীন সরাসরি লোহা, তামা বা পিতলের হলে নির্ভরযোগ্য
বক্তব্য অনুযায়ী তা ব্যবহার করা অনুত্তম।
سنن
أبي داؤد: (کتاب الخاتم، رقم الحدیث: 4225، 277/4، ط: دار ابن حزم) عن أبي ذباب
عن جدہ رضي اللّٰہ عنہ قال: کان خاتم النبي صلی اللّٰہ علیہ وسلم من حدید مَلوِيٌّ
علیہ فِضۃٌ۔ قال: فرُبّما کان في یدي۔ قال: وکان المُعیقِیبُ علی خاتم النبي صلی
اللّٰہ علیہ وسلم۔
الفتاوی
الھندیۃ: (کتاب الکراہیۃ، 335/5) والتختم بالحدید والصفر والنحاس والرصاص مکروہ
للرجال والنساء جمیعا … ولا بأس بأن یتخذ خاتم حدید قد لوي علیہ فضۃ أو ألبس
بفضۃ حتی لا یری۔
,
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
,
১. নারীদের জন্য সকল প্রকার ধাতুর জেওরাত (গহনা, বালা ইত্যাদি) পরিধান করা
জায়েয। আর সোনা রূপা ছাড়া অন্যান্য ধাতুর আংটি যদি প্রলেপযুক্ত হয় যেমন ইমিটেশনের আংটি
তবে তা ব্যবহার করা বৈধ। আর প্রলেপবিহীন সরাসরি লোহা, তামা বা পিতলের হলে নির্ভরযোগ্য
বক্তব্য অনুযায়ী তা ব্যবহার করা অনুত্তম।
আরো জানুন - https://www.alkawsar.com/bn/qa/answers/detail/3537/
,
২. হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে চেহারা
ঢেকে নামাজ পড়তে হবে।