কেউ যদি এইভাবে দোয়া করে আল্লাহ আমার নেক আমল গুলোকে, ইবাদতগুলোকে আপনি যতো বড় ততোগুণ বাড়িয়ে দিন। এইভাবে দোয়া করা যাবে? বা অন্যভাবে বললে কীভাবে বেশি গুণ বৃদ্ধির দোয়া করা যাবে?
আবার যদি এইভাবে বলে আল্লাহ এমন রিজিক দান করুন যাতে কিয়ামত পর্যন্ত বা মৃত্যুর আগ পর্যন্ত আপনার শুকরিয়া করেও যথেষ্ট না হয় বা শুকরিয়া করেও শেষ করতে না পারি। অর্থাৎ শুকরিয়া যেন এমনভাবে করি। আসলে আল্লাহর শুকরিয়া করে তো আমরা শেষ করতে পারবো না। মূলত আল্লাহ যেন এরকম কিছু দান করেন এইজন্য এভাবে চাওয়া যাবে কিনা।