আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
29 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম।

১. শাইখ বাসায় প্রচুর ছাড়পোকার উপদ্রব হয়েছে, কোন ওষুধ ই কাজে আসছে না, সমস্যা টা গত ৫/৬মাস ধরে। এর জন্য কি কোন রুকিয়্যার আমল আছে?বাসায় এম্নিতেও নানা পোকামাকড় থাকে।
২.১৮ বছর বয়স থেকেই আমার ফ্যামিলি বিয়ের চেষ্টা করছেন।বতমানে আমার বয়স ২৭,আমি বিভিন্ন আমল, রুকিয়্যা ও করেছি, আমি ১৯ বছর বয়স থেকেই পরদা মেইনটেইন করে চলা ফেরা করছি।এখন আর আমার বিয়ের জন্য কোন দোয়া বা আমল কিছু ই করতে ইচ্ছে করে না। আমার এক্ষেত্রে আর কোন দিক গুলো মেনে চলা উচিত হবে দয়া করে জানাবেন ইনশাআল্লাহ।

1 Answer

0 votes
by (662,400 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
আপনি সূরা আল-বাকারাহ ঘরে তিলাওয়াত করবেন।

রাসূল ﷺ বলেছেন:

"যে ঘরে সূরা আল-বাকারাহ তিলাওয়াত করা হয়, সেখানে শয়তান প্রবেশ করতে পারে না।" (সহীহ মুসলিম)

এই সূরা তিলাওয়াত করলে সাধারণত অশান্তি, শয়তানি প্রভাব ও ক্ষতিকর জিনিস থেকে সুরক্ষা পাওয়া যায়।

প্রতি নামাজের পর, বিশেষ করে ঘুমানোর আগে আয়াতুল কুরসী (সূরা বাকারা: ২৫৫) পড়লে ঘর ও পরিবার আল্লাহর হেফাজতে থাকে।

★সকালে-সন্ধ্যায় ৩ বার করে সূরা ফালাক ও সূরা নাস পড়া, এবং ঘুমানোর আগে পড়া ও ফুঁ দেওয়াতে ঘর-বাড়ি ও দেহে প্রশান্তি আসে।

★ঘর প্রবেশের সময় বিসমিল্লাহ বলা।

প্রতিদিন সকালে-সন্ধ্যায় "বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিসসামা, ওয়া হুয়াস-সামীউল আলীম" (৩ বার) পড়া – এতে ক্ষতিকর কিছুই ক্ষতি করতে পারবে না। (আবু দাউদ)

★শুধু আমল নয়, সাথে সাথে পরিচ্ছন্নতা জরুরি:

বিছানাপত্র নিয়মিত রোদে দেওয়া
ঘর পরিষ্কার রাখা
ফাঁক-ফোকর বন্ধ করা
প্রয়োজনে পোকা দমনের ওষুধ ব্যবহার করা।

(০২)
আপনার প্রতি যদি কোন জাদু করা থাকে সেক্ষেত্রে কোন বৈধ রুকইয়াহ কারীর শরণাপন্ন হয়ে জাদু নষ্ট করে নিবেন।

আপনার আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী যদি আপনার বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে থাকে,সেক্ষেত্রে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। 

বা অন্য কেউ যদি আপনার বিবাহে বাধা সৃষ্টি করে থাকে, সেই সমস্যা ও সমাধানের চেষ্টা করবেন।

আপনি চিন্তা করুন কোন বিষয়টির দরুণ এত বছর হয়ে যাওয়ার পরও বিবাহ হচ্ছে না! সমস্যাটি নির্দিষ্ট ভাবে চিহ্নিত করুন, এরপর এর সমাধান করুন, পাশাপাশি পারিবারিকভাবে দ্রুতবিবাহের চেষ্টা ও আমল চালিয়ে যান ইনশাআল্লাহ, আপনার দ্রুত বিবাহ হবে।

কিছু বিষয় আপনাকে একটু মানসিক শান্তি ও আল্লাহর প্রতি আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে—

★আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস

আমরা সবসময় যা চাই, তা হয়তো আমাদের জন্য ভালো নয়। আল্লাহ বলেন: “সম্ভবত তোমরা কোনো জিনিসকে অপছন্দ কর, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর; আর কোনো জিনিসকে ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, আর তোমরা জানো না।” (সূরা বাকারা: ২১৬)।

হয়তো আপনার জন্য আরও ভালো কিছু সংরক্ষিত আছে, যেটি এখনো সময় হয়নি।


★ইবাদতকে শুধু ফলাফলের সাথে না জড়িয়ে করা।

ইবাদত মানে শুধু দুনিয়ার ফায়দা পাওয়ার জন্য নয়; বরং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য।

যখন আমলকে আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়ার উপায় মনে করবেন, তখন ধীরে ধীরে তাঁর প্রতি ভালোবাসা ফিরে আসবে।

★আল্লাহর কাছে খোলাখুলি মোনাজাত করা।

নিজের কষ্ট, রাগ, হতাশা—সব খুলে বলুন। রাসূল ﷺ বলেছেন: “দোয়া হলো ইবাদতের আসল।”

আপনি বলতে পারেন: “হে আল্লাহ, আমি দুর্বল, আমি ক্লান্ত, আমার অন্তর শক্ত করুন, আমার আস্থা ফিরিয়ে দিন।”

★কৃতজ্ঞতার অনুশীলন।

যদিও বড় কিছু (যেমন বিয়ে) হয়নি, কিন্তু ছোট ছোট নেয়ার্মতগুলো গুনুন—স্বাস্থ্য, ইমান, খাবার, পরিবার ইত্যাদি। এগুলোর প্রতি সচেতন হলে মনে শান্তি আসতে শুরু করে।

★ধৈর্য ও আল্লাহর প্রতিশ্রুতি।

আল্লাহ বলেন: “ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান অগণিত হিসাব ছাড়াই দেওয়া হবে।” (সূরা যুমার: ১০)।

আপনার ধৈর্য একদিন আল্লাহর কাছে বড় পুরস্কারে রূপ নেবে, এটাই নিশ্চিত।


★মানসিক স্বস্তির জন্য ব্যবহারিক পদক্ষেপ

নফল ইবাদত (তাহাজ্জুদ, কুরআন তিলাওয়াত) শুরু করুন সামান্য করে।

ভালো বই পড়ুন বা এমন পরিবেশে থাকুন যেখানে মানুষ আল্লাহর কথা সুন্দরভাবে বলে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...