আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বর্তমান বিয়ের জন্য পাত্রী দেখার যে রীতি নীতি অর্থাৎ ছেলের মামা, দুলাভাই, ছেলের বন্ধু সবাইকে নিয়ে মেয়ে দেখতে চায়। পর্দার খেলাপ হবে বলে তাদের সামনে না যেতে চাওয়ায় ফ্যামিলি থেকে রাগারাগী করে এবং বিয়ের সম্বন্ধ‌ও তেমন আসে না। এক্ষেত্রে করণীয় কী?
আর ওয়েব সাইটে বিভিন্ন মেট্রিমনির মাধ্যমে বায়োডাটা দিয়ে যে বিবাহ হ‌য় , এখানে কী পর্দা লঙ্ঘনের আশঙ্কা আছে? আমি বলতে চাইতেছি যে, ওয়েব সাইট গুলোতে হাইট, ওয়েট সব‌ই বিস্তারিত ভাবে তুলে ধরতে হয়। এর দ্বারা পর্দা বহাল থাকে তো?