আসসালামু আলাইকুম
১। ৪৯ তম স্পেশাল বিসিএস শিক্ষকদের জন্য নিয়োগ দিয়েছে। এখানে যদি ক্যাডারের হয় তাহলে কলেজ চাকরি হবে। বাংলাদেশে পুরুষদের জন্য কলেজ খুবই কম নেই বললেই চলে। এমন অবস্থায় সহশিক্ষা কলেজ চাকরি হলে করা কি জায়েজ হবে? পুরুষদের জন্য সহশিক্ষা প্রতিষ্ঠানের চাকরি করলে দৃষ্টি হেফাজত করাতো খুবই কঠিন।
২।পুরুষদের জন্য শিক্ষা ক্যাডারের এপ্লাই করা ঠিক হবে?
৩। স্টুডেন্টদের দ্বীন শেখানোর নিয়ত করে চাকরি করা ঠিক হবে?
৪।আমার এক আত্মীয় তার প্রেগন্যান্সির সময় বাচ্চা উল্টা থাকার কারণে উনি মানত কর দুয়া করেন যে বাচ্চা আল্লাহ সোজা করে দিলে ছাগল দিবেন। আবার বাচ্চা নরমাল ডেলিভারির হওয়ার জন্যও উনি মানত করেন যে ছাগল দিবেন। এখন ঊনার বাচ্চা নরমাল ডেলিভারির হয়েছে আলহামদুলিল্লাহ। চালতা কিভাবে দিবেন? টাকা দিয়ে দিলে হবে নাকি ছাগল কিনেই দিতে হবে?
৫। এইভাবে মানত করা কি ঠিক হয়েছে?