বিবাহে পাত্রী বাছাইয়ে অগ্রধিকারের ক্ষেত্রে, স্ত্রীকে নেক কাজে সহযোগিতার মাধ্যমে স্বামীর আখেরাত কামাই ও আখেরাতে অধিক লাভবান হওয়ার উদ্দেশ্যে একজন ইলেম ওয়ালা নারী যে দ্বীনের শিক্ষা প্রদান করে অন্যদিকে একজন ডাক্তার যে মানুষকে সেবা করে। কার খেদমতে উৎসাহ, সহযোগিতার মাধ্যমে আখেরাতে তুলনামূলক বেশি লাভবান হওয়ার সুযোগ আছে জানতে চাই। উভয়ের যে কোনো একজন হলে কাকে শরীয়ত অগ্রাধিকার দেয়(আখেরাত কামাইয়েরর ক্ষেত্রে)।