ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দুই হায়েযের মাঝখানে পাক থাকার মুদ্দৎ কমের পক্ষে পনের দিন, আর বেশীর কোন সীমা নাই। অতএব, যদি কোন মেয়েলোকের কোন কারণবশতঃ কয়েক মাস যাবৎ হায়েয বন্ধ থাকে, তবে যতক্ষণ পর্যন্ত ঋতুস্রাব না হইবে, ততক্ষণ পর্যন্ত সে পাক থাকিবে।
(১৩) মাসআলাঃ
যদি কোন মেয়েলোকের তিন দিন তিন রাত রক্ত দেখা যায়, তারপর ১৫ দিন পাক থাকে; আবার তিন দিন তিন রাত রক্ত দেখে, তবে আগেকার তিন দিন তিন রাত এবং পনের দিনের পর তিন দিন তিন রাত হায়েয ধরিবে। আর মধ্যকার দিন পাক থাকার সময়।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি আপনার বিবরণ পেশ করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলছেন। যাইহোক,
রক্তস্রাব ১০ দিনের বেশী হলে পূর্বের আদত যদ দিনের তত দিন থেকে ১৫ দিন পর্যন্ত পবিত্রতার গণনা করবেন। তারপর থেকে আবার হায়েয গণনা করা হবে। যদি কোনো মহিলার প্রথম যখন হায়েয শুরু হয় তখন থেকে যদি ধারাবাহিক রক্তস্রাব চলতেই থাকে, তাহলে প্রতি মাসের প্রথম ১০ দিন হায়েয এবং বাদবাকী ইস্তেহাযা গণনা করা হবে।
আপনি খ শাখায় বর্ণিত বিবরণ অনুযায়ী আমল করবেন।