আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
34 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আমার ফুফাত ভাই আমার চেয়ে ৬-৭ বছরের ছোট।
সে যখন জন্ম নেয় তার কিছুদিন পর  তার মা মানে আমার ফুফির স্তনে ব্যাথা অনুভুত হওয়ার কারণে কিছুদিন দুধ পান করাতে পারেন নি।তখন আমার মা বাচ্চাকে বেশ কয়েকবার স্তন মুখে দিয়েছিলেন এবং এইটা আম্মু ক্লিয়ার করে বলছেন যে আম্মু অনেকবার ই বাচ্চাকে স্তন মুখে দিয়েছিলেন এবং সে স্তন ও শোষণ করেছিল(এখন এক্সেটলি দুধ এসেছে কিনা শিউর না) এবং তখন আমার মা ও কয়েকমাস অন্তুসত্ত্বা ছিলেন।
এবং এই দুধপানের বিষয় আমার ফুফি আর আমার মা ই জানে।

এখন কি আমার সেই ফুফাতো ভাই কি আমার দুধভাই হিসাবে গন্য হবে?

<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250822_155737_626.sdocx-->

1 Answer

0 votes
by (693,030 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কতটুকু দুধ পান করতে হবে?
এক ফোটা দুধ বাচ্ছার খাদ্যনালী দিয়ে ভিতরে পৌছে গেলেই দুধ সম্পর্ক  স্থাপিত হয়ে যায়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1490

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
 আপনার মায়ের স্তনে যদি তখন দুধ না থাকে, তাহলে স্তন চুষার কারণে হুরমত প্রমাণিত হবে না। নতুবা দুয়েকবার চুষার দ্বারা হুরমতে রেযাআত সাব্যস্ত হবে।

لما فى ردالمحتار مع الدر 
’’امرأۃ کانت تعطي ثدیھا صبیۃ واشتہر ذلک بینھم ثم تقول لم یکن في ثدي لبن حین ألقمتھا ثدي ولم یعلم ذلک إلا من جھتھا جاز لابنھا أن یتزوج بھذہ الصبیۃ‘‘.(رد المحتار:556/3).الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3 / 212):

وايضا فى الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3 / 212):
"(ويثبت به) ولو بين الحربيين بزازية (وإن قل) إن علم وصوله لجوفه من فمه أو أنفه لا غير، فلو التقم الحلمة ولم يدر أدخل اللبن في حلقه أم لا لم يحرم لأن في المانع شكًّا، ولوالجية.

(قوله: فلو التقم إلخ) تفريع على التقييد بقوله إن علم. وفي القنية: امرأة كانت تعطي ثديها صبية واشتهر ذلك بينهم ثم تقول لم يكن في ثديي لبن حين ألقمتها ثدي ولم يعلم ذلك إلا من جهتها جاز لابنها أن يتزوج بهذه الصبية. اهـ. ط. وفي الفتح: لو أدخلت الحلمة في في الصبي وشكت في الارتضاع لا تثبت الحرمة بالشك."


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...