সালাত অবস্থায় মহিলাদের মুখমণ্ডল ও হাতের কব্জি দ্বয় ছাড়া সারা শরীর আবৃত করা ফরয।
আয়েশা (রাঃ) কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থকেএ বর্ণিত হাদিস তিনি বলেন: “আল্লাহ তাআলা খিমার পরিধান করা ব্যতীত কোন প্রাপ্ত বয়স্কা নারীর নামায কবুল করেন না।”[সুনানে আবু দাউদ, সুনানে তিরমিযি, আলবানি সহিহ আবু দাউদ গ্রন্থে হাদিসটিকে সহিহ আখ্যায়িত করেছেন]
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
সালাতের বাইরে দুআ, যিকির, তাসবীহ-তাহলীল, দরুদ, ইস্তিগফার, কুরআন তিলাওয়াত, হাদিস পাঠ, ইসলামী বই-পুস্তক পাঠ ইত্যাদি ক্ষেত্রে মহিলাদের জন্য পর্দা করা,মাথায় কাপড় দেয়া আবশ্যক নয়।
কুরআন কারীম মুখস্ত তিলওয়াতের সময় মাথা ঢেকে রাখা আবশ্যক নয়।
মাথায় কাপড় বিহীন অবস্থায় তিলওয়াত করা যাবে।
শুয়ে শুয়ে মুখস্ত তিলাওয়াত করলে আদবের বরখেলাফ হবেনা।
এক্ষেত্রে তিলওয়াতের হক্ব নষ্ট হবেনা,গুনাহ হবেনা।
তবে কুরআন তেলাওয়াত করার সময় মাথা ঢাকা অবশ্যই একটি ভালো কাজ।
কারন এই অবস্থায় মাথা ঢেকে রেখে কুরআনের প্রতি সম্মান প্রদর্শন করা মূলত তাকওয়া থেকেই হয়ে থাকে।
,
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ
‘যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই।’ [সূরা হজ, আয়াত: ৩২]
,
তাই মাথায় কাপড় দিতে কোনো সমস্যা নেই।