ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
*"স্বামীর জন্য সাজগোছ জায়েয হলেও বিউটি পার্লারে সাজা কখনো কোনো মুসলমানের জন্য কাম্য হতে পারেনা।"
তোহফায়ে খাওয়াতিন-৮৫৫;মুফতী আশেকে এলাহী বুলন্দশরী-মাকতাবু মা'রিফুল কোরআন করাচী কর্তৃক ১৪৩০মুতাবেক২০০৯সালে প্রকাশিত।
যদি শরীয়ত সম্মত বিউটি পার্লার হয় তাহলে শুধুমাত্র স্বামীকে খুশী করার জন্য বিউটি পার্লার থেকে বৈধ অস্থায়ী সাজগোছ যেমন ক্রিম ইত্যাদি দিয়ে সাজা বৈধ আছে।
এক্ষেত্রে ৩টি জিনিষ অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে।
১/বিউটি পার্লার শরীয়ত সম্মত হতে হবে।
২/বৈধ সাজগোছ করতে হবে।
৩/শুধুমাত্র স্বামীকে সন্তুষ্টি করার জন্য হতে হবে।
ক্রিম,লোশন ইত্যাদি হালাল কসমেটিক সামগ্রী ব্যবহার করা যাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/466
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) একজন মু'মিন নারীর জন্য স্বামীর ভালবাসা অর্জন ও বৃদ্ধির জন্য সাজগোছ করা মুস্তাহাব। তবে অবশ্যই সামর্থ্যর চেয়ে অধিক অপচয় করা যাবে না।
(২) এগুলো বিক্রি করা মুবাহ।
(৩) কারো সামর্থ্য আছে এসব ব্যবহার করার কিন্তু যদি বিরত থাকেন আল্লাহর সন্তুষ্টির জন্য যেহেতু আমাদের অগ্রজগণ এসব করেছেন এমনটা জানা নেই, তাহলে সেটা অবশ্যই উত্তম হিসেবে বিবেচিত হবে।
(৪) ফেসওয়াশ, শ্যাম্পু, ক্রিম, লোশান, তেল। এগুলোর মধ্যে তেল ছাড়া বাকিগুলো ব্যবহারের ক্ষেত্রে সর্বোত্তম হল, ব্যবহার না করা। তবে স্বামীকে দেখানোর জন্য সর্বোত্তম হল, সামর্থ্য থাকলে ব্যবহার করা।