ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত মু'আবিয়া ইবনে হাইদাহ রাযি থেকে বর্ণিত,
معاوية بن حيدة رضي الله عنه ، أن رسول الله صلى الله عليه وسلم قال ( أَتَرعُونَ عَنْ ذِكْرِ الْفَاجِرِ ! اذْكُرُوهُ بِمَا فِيهِ كَي يَعْرِفَهُ النَّاسُ وَيَحْذَرَهُ النَّاسُ ).
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,তোমরা কি ফাসিকের সমালোচনা থেকে বিরত থাকবে?বরং তোমরা ফাসিকের কৃত অপরাধ নিয়ে সমালোচনা করো,যাতেকরে লোকজন সেই অপরাধ থেকে বিরত থাকে।আস-(সুনানুল কুবরা-বায়হাক্বী-১০/২১০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)কোনো প্রতিষ্ঠানের সবকিছু ম্যানেজিং এর দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ যদি প্রতিষ্ঠানের প্রধানের কাছে সমাধানের নিয়্যাতে প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী বা কর্মচারীর দোষ বা দায়িত্বে অবহেলা সম্পর্কে জানায় তাহলে গীবাত হবে না।
(২)যেহেতু যার দোষ বলা হচ্ছে তাকে ম্যানেজিং এ থাকা ব্যক্তিরা সমাধানের ক্ষমতা রাখে না, প্রতিষ্ঠানের প্রধানই রাখে। তিনি পরামর্শের জন্য দোষ বর্ণনা করলে তা শুনলে গীবাত শোনার গুনাহ হবে না। বিনা প্রয়োজনে নাম উল্লেখ করা প্রতিষ্টান প্রধানের জন্য জায়েয হবে না।হ্যা, জরুরতে নাম প্রকাশ করতে পারবেন।