১।এই কাগজের বেপার টা মাথা থেকে শড়েনা শড়লেও আবার আসে। খালি আসে ভালো কাজ করবিনা আবার আসে বোনকে বল দুলাভাই কে বল নিয়ে আসার জন্য আপার কাছে ফোন নাম্বার আছে কিনা। এখন আমার করনীয় কি কেনো আসে?
২। চাদাবাজ, মাদক ব্যাবসায়ি, দখলদার,ঘুষখোর, সুদখোর, মাদকসেবি তাদের মুখোশ ফেসবুকের ফেইক আইডি দিয়ে উন্মোচন করা যাবে কি?